গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ আওয়ামীলীগের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে করোনা মহামারিতে বিপাকে পড়া কৃষকের ধান কেটে ঘরে তুলে দিচ্ছে বিভিন্ন ইউনিয়নে।
বৃহস্পতিবার(২৯ এপ্রিল)মশাখালী, যশরা ও সালটিয়া ইউনিয়নে পৃথক পৃথক কর্মসূচির মাধ্যমে অতি দরিদ্র কৃষকদের ২৩২ শতাংশ জমির ধান কেটে দেয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মশাখালী ইউনিয়নের হতদরিদ্র বর্গাচাষী করম আলী, জাফর আলী এবং সুরুজ মিয়া। করোনাকালে শ্রমিক সংকট ও টাকার অভাবে বুরো ধান মারাই করতে পারছিলেন না। কৃষকদের এই কঠিন পরিস্থিতিতে সহায়তার করেন ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত আহবায়ক শফিকুল ইসলাম মিলন ফকির। তিনি আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ দের নিয়ে বিপাকে পড়া কৃষকের ধান কেটে ঘরে তুলে দেন।
একই দিনে যশরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মতিউর রহমানের নেতৃত্বে ইউনিয়ন আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ বখুরা গ্রামের দরিদ্র কৃষক বাদল মিয়া, হেলাল উদ্দিন ও আবুল কালামের এক একর ৬২ শতাংশ জমির ধান কেটে দেয়।
অপরদিকে বাংলাদেশ ছাত্রলীগ, গফরগাঁও উপজেলা শাখার অসংখ্য নেতাকর্মীরা সালটিয়া ইউনিয়নের, রাঘাইচটি গ্রামের অসহায় দরিদ্র কৃষক মোঃ জালাল মিয়ার (৮০) শতাংশ জমির ধান কেটে বাড়ি পৌঁছে দেন।
কৃষক করম আলী, জাফর আলী এবং সুরুজ মিয়া বলেন,অনেক উপকৃত হলাম। শ্রমিক সংকটে খুব চিন্তিত ছিলাম ধান কাটা নিয়ে।
ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত আহবায়ক শফিকুল ইসলাম মিলন ফকির বলেন, গফরগাঁও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ফাহমী গোলন্দাজ বাবেল এমপি মহোদয়ের পরামর্শ ক্রমে বিপাকে পড়া কৃষকের ধান কেটে দেয়া হয়।
যশরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মতিউর রহমান বলেন, মাননীয় জাতীয় সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল এমপি মহোদয়ের পরামর্শ ক্রমে বিপাকে পড়া কৃষকের ধান কেটে ঘরে তুলে দেয়া হয়েছে।
উপজেলা ছাত্র লীগের সভাপতি মেহেদী হাসান শানিল বলেন, যে কোন দূর্যোগে উপজেলা ও পৌরসভা ছাত্র লীগ মাঠে বরাবরই ছিলো। কৃষক বাঁচলে দেশ বাঁচবে তাই প্রিয় নেতা ফাহমী গোলন্দাজ বাবেল এমপি মহোদয়ের পরামর্শ ক্রমে বিপাকে পড়া কৃষকের পাশে দাঁড়িয়েছে ছাত্র লীগ।