স্পোর্টস ডেস্ক: বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। চার জনের লিস্টে আছেন পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান, অস্ট্রেলিয়ার মিচেল মার্শ, ইংল্যান্ডের জস বাটলার ও শ্রীলঙ্কার ওয়ানিন্ডু হাসারাঙ্গা। এদের মধ্য থেকে একজনের হাতে উঠবে বর্ষসেরার পুরস্কার।
ব্যাট হাতে ২০২১ সালে সেরা টি-টোয়েন্টি ক্রিকেট শাসন করেছেন পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটার রিজওয়ান। ২৯ ম্যাচে ৭৩.৬৬ গড়ে রিজওয়ানের সংগ্রহ ১৩২৬ রান। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের স্মরণীয় জয়ে অবদান রাখেন তিনি। তা ছাড়া বছরের শুরুতেই লাহোরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি শতক হাঁকান রিজওয়ান। আর বছর শেষ করেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৮৭ রানের ইনিংস খেলে।
ইংলিশ উইকেটরক্ষক ব্যাটার জস বাটলার ২০২১ সালে ১৪ ম্যাচে ৫৮৯ রান সংগ্রহ করেছেন ৬৫.৪৪ গড়ে। সঙ্গে রয়েছে ১৩টি ডিসমিসাল।
টি- টোয়েন্টি বিশ্বকাপে এক সেঞ্চুরিসহ ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ২৬৯ রান করেন বাটলার।
নিউজিল্যান্ডকে হারিয়ে এবার প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে অস্ট্রেলিয়া। এতে বড় অবদান ছিল অলরাউন্ডার মিচেল মার্শের। বিশ্বকাপে ব্যাট হাতেই মূল ভূমিকা পালন করেন মার্শ। ফাইনালে ৫০ বলে করেন ৭৭ রান। সব মিলিয়ে ২০২১ সালে ২৭ ম্যাচে ৬২৭ রান ও ৮ উইকেট নিয়েছেন তিনি। শ্রীলঙ্কার দলীয় ব্যর্থতার ভিড়েও উজ্জ্বল ছিলেন হাসারাঙ্গা। টি-টোয়েন্টির শীর্ষ বোলার ২০ ম্যাচে ৩৬ উইকেট নিয়েছেন ২০২১ সালে। ব্যাট হাতে তার সংগ্রহ ১৯৬ রান।