এম এ মান্নান, লালমনিরহাট : খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে লালমনিরহাট জেলা বিএনপি আয়োজিত এক সমাবেশ মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে।
এদিকে সমাবেশের জন্য কালেক্টরেট মাঠে অনুমতি না পাওয়ায় শহরের আলোরূপা মোড়ের দলীয় কার্যালয়ের সামনে সড়ক বন্ধ করে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে যোগ দিতে আসা নেতাকর্মীদের মিছিল নিয়ে পুলিশের সাথে উত্তেজনাও সৃষ্টি হয়।
সমাবেশে বক্তারা বলেন দেশের জনগণের দাবী দেশের তিন তিন বারের নির্বাচিত প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে মুক্তি দিয়ে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানো হোক। আর এই দাবী না মানলে আমরা কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা মনিরুল হক চৌধুরী, বিএনপি র রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, সৈয়দ জাহাঙ্গীর আলম, যুবদলের সহ সভাপতি এস এম জাহাঙ্গীর, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আলী, যুবদলের সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।
বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান, জেলা বিএনপি র সহ সভাপতি রোকন উদ্দিন বাবুল, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা, সাবেক উপজেলা চেয়ারম্যান মমিনুল হক ও হাতীবান্ধা উপজেলা বিএনপি র আহবায়ক মোশারফ হোসেন প্রমুখ।