সংবাদদাতা, গাজীপুর: গাজীপুর মহানগরের কোনাবাড়ি জেলখানা রোড এলাকায় ঝুটের গুদামে অগ্নিকাণ্ড হয়েছে।
শনিবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ছয় ঘণ্টার চেষ্টায় আজ রবিবার সকাল ৭টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. তাশারফ হোসেন বলেন, শনিবার দিবাগত রাত দেড়টার দিকে গাজীপুর মহানগরের কোনাবাড়ি জেলখানা রোড এলাকায় সেলিম শেখের মালিকানাধীন ঝুট গুদামে আগুন লাগে। রাত পৌনে ২টার দিকে খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রথমে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
আগুনের মাত্রা বাড়তে থাকায় আশপাশের ফায়ার সার্ভিসের আরও তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। প্রায় পাঁচ ঘণ্টা পর সকাল সাড়ে ৭টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এ ঘটনায় কোনো হতাহত হয়নি।
আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানাতে পারেননি তিনি।