300X70
বৃহস্পতিবার , ১২ মে ২০২২ | ৩০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

গোবিন্দগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মে ১২, ২০২২ ১২:২২ পূর্বাহ্ণ

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর উদ্বোধন করা হয়েছে।

আজ বুধবার বিকালে গোবিন্দগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসাবে এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন গাইবান্ধা-৪, আসনের সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী মো: মনোয়োর হোসেন চৌধুরী।

প্রধান অতিথি প্রথমে জাতীয় পতাকা উত্তোলন করেন এরপর বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্মসাধারণ সম্পাদক আব্দুুল লতিফ প্রধান।

উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহি অফিসার আরিফ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র মুকিতুর রহমান রাফি,থানার অফিসার ইনচার্জ ইজার উদ্দীন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোকাররম হোসেন রানাসহ ১৭ ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ উপস্থিত ছিলেন।

সঞ্চালনা করেন উপজেলা ক্রীড়া সংস্থা সাংগঠনিক সম্পাদক দীপক কর। উদ্বোধনী খেলায় নিধারিত সময়ে দুই দুই গোলে সমতা থাকাই কাটাবাড়ী ইউনিয়ন ফুটবল দল ট্রাই ব্রেকারে ০৫-০৪ গোলে দরবস্ত্র ইউনিয়ন ফুটবল দল একাদশ হারিয়ে বিজয়ী হয়।

উল্লেখ্য এ ফুটবল টুর্নামেন্টে ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভাসহ মোট ১৮ দল অংশ নেবেন।

গোবিন্দগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে মোটর সাইকেল চালক নিহত : গাইবান্ধার গোবিন্দগঞ্জের নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুৎ খুঁটির সাথে ধাক্কা লেগে সিহাব হোসেন (২৫) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। বুধবার সকাল ৭ টায় গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়েকের খলসি নামক স্থানে মৌসুমী তেলের পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিহাব হোসেন রাজাবিরাটের মিজানুর রহমানের পুত্র।

প্রত্যক্ষদর্শী জানান সিহাব বাড়ী থেকে অত্যন্ত দ্রæতগতিতে মোটারসাইকেল চালিয়ে গোবিন্দগঞ্জে আসার সময় নিয়ন্ত্রণ হারিযয়ে বিদ্যুৎ খুঁটির সাথে ধাক্কা খায়।

গোবিরাদগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ আরিফ আনোয়ার বিষয়টি নিশ্চিত করে জানান,খবর পেয়ে ঘটনাস্থল থেকে গুরুতর আহত সিহাবকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত
ব্রেকিং নিউজ :