300X70
সোমবার , ২৮ মার্চ ২০২২ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

গোবিন্দগঞ্জে বঙ্গবন্ধু হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মার্চ ২৮, ২০২২ ৮:৩৬ অপরাহ্ণ

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে“স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়ণশীল দেশে উত্তরণে” জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শীর্ষক আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

গত ২৮ মার্চ (সোমবার) গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১১ টায় র‌্যালী শহরপ্রদক্ষিণ শেষে পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন,স্থানীয় সাংসদ আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ল‚ৎফর রহমান চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল লতিফ প্রধান, পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মুকিতুর রহমান রাফি।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভ‚মি) তুহিন হোসেন, থানার অফিসার ইনচার্জ ইজার হোসেন, উপজেলা কৃষিকর্মকর্তা রেজা-ই-মাহমুদ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ইমরান হোসেন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি প্রধান আতাউর রহমান বাবলু, উপজেলা ওয়ার্কার্স পাটির সভাপতি আব্দুল মতিন মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি (ভারপ্রাপ্ত) বীর মুক্তিযোদ্ধা কাজী সাখায়াত হোসেন, উপজেলা মেডিকেল অফিসার ডাঃ মনিরা আরেফিন, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ড নুরুল আজাদ, কাটাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জোবায়ের হাসান মাহমুদ গোলাপ, তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার আব্দুর রহমান।

এ ছাড়া উপস্থিত ছিলেন, উপজেলা জাসদ (ইনু) সভাপতি সেকেন্দার আলী, উপজেলা, উপজেলা আওয়ামী যুব লীগের সভাপতি তাহেদুল ইসলাম রকেট, বি আর ডি বি কর্মকর্তা এনামুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম , সিনিয়র মৎস্য অফিসার ইমরান হোসেন চৌধুরী, সহ বিভিন্ন দপ্তরের অপরাপর কর্মকর্তা ও কর্মচারীগণ এ সময় উপস্থিত ছিলেন।

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে গাইবান্ধায় বামজোটের আধাবেলা হরতাল

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ জানিয়ে বাম গণতান্ত্রিক জোটের ডাকা অর্ধদিবস দিবস হরতাল কোনো ধরনের সহিংসতা, ভাংচুর বা অগ্নিসংযোগের মতো বিশৃঙ্খল ঘটনা ছাড়াই গাইবান্ধায় শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। সোমবার (২৮ মার্চ) সকাল ৬টা থেকে শহরের ১ নম্বর রেলগেট এলাকাসহ বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল ও মোড়ে অবস্থান নিয়ে এ হরতাল পালন শুরু করে বামজোট নেতাকর্মীরা।

শহরের প্রধান সড়ক ডিবি রোডে দেখা যায়, সকাল সাড়ে ৭টার দিকে হরতালে সমর্থন জানিয়ে বাম গণতান্ত্রিক জোটের শরিক দল সিপিবি, বাসদ-মার্কসবাদী, ওয়ার্কাস পার্টি মার্কসবাদী, বাসদ নেতাকর্মীরা ১নম্বর ট্রাফিক মোড় থেকে মিছিল বের করেন। মিছিলটি দুইভাগে ডিবি রোড, ব্রীজ রোড, স্টেশন রোড, সার্কুলার রোড, গাইবান্ধা-পলাশবাড়ী সড়ক, কলেজ রোড ঘুরে আবার ট্রাফিক মোড়ে অবস্থান নেয়।

ডিবি রোডে অবস্থান নিয়ে বিক্ষোভ থেকে বামজোট জেলা নেতৃবৃন্দ বলেন, ভোজ্যতেল সহ সকল নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানো, মুনাফালোভী সিন্ডিকেট ভেঙে সামরিক রেটে গ্রাম-শহরে মানুষের জন্য পূর্ণাঙ্গ রেশনিং পদ্ধতি চালু এবং টিসিবির পরিধি বৃদ্ধির দাবি জানান। এসময় নেতৃবৃন্দ বলেন, আমরা শান্তিপূর্ণভাবে হরতাল পালন করছি। মানুষ রাস্তায় নেমে এসেছে। সকাল সাড়ে ১১টায় ১নং ট্রাফিক মোড়ে সমাবেশে বক্তব্য রাখেন বাম জোটের সমন্বয়ক ও সিপিবি’র জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, জেলা বাসদ মার্কসবাদী আহবায়ক আহসানুল হাবীব সাঈদ, জেলা বাসদের আহবায়ক গোলাম রব্বানী, ওয়ার্কার্স পার্টি মার্কসবাদী নেতা মৃণাল কান্তি প্রমুখ।

বক্তারা দাবি করেন, জনগণ হরতাল সমর্থন করেছে। গতকাল মিছিলে হামলা ও গ্রেফতার করে আতঙ্ক সৃষ্টি করেও নেতাকর্মীদের আটকানো যায় নাই।

হরতালে কারণে শহরের প্রধান সড়কগুলোতে সীমিত পরিসরে যানবাহন চলাচল করতে দেখা যায়। এসময় বিপনীবিতান ও মার্কেটগুলো বন্ধ থাকলেও কিছু কিছু দোকানপাট খোলা দেখা যায়।

এর আগে রোববার রাতে হরতালের সমর্থনে গাইবান্ধা জেলা শহরের ১নম্বর রেলগেট এলাকা থেকে বামজোটের নেতাকর্মীরা একটি মিছিল বের করে। মিছিলটি ডিবি রোডে উঠলে পুলিশী বাঁধার মুখে পড়ে। এসময় গাইবান্ধা সরকারি মহিলা কলেজের সামনে পুলিশ মিছিলে বেধড়ক লাঠিচার্জ করে। এসময় মিছিল থেকে বাংলাদেশ যুব ইউনিয়নের জেলা সাধারণ সম্পাদক রানু সরকার, ছাত্র ইউনিয়ন জেলা সভাপতি ওয়ারেছ সরকার, বাসদ মার্কসবাদী জেলা নেতা নিলুফার ইয়াসমিন শিল্পীসহ ৩ জনকে আটক করে পুলিশ। পাঁচ ঘন্টা পর মাঝরাতে তাদের ছেড়ে দেওয়া হয়।

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

প্রথম ধাপে মে মাসে স্কুল বাস চালু হবে

স্মার্ট মানবসম্পদ তৈরির জন্য ডিজিটাল পদ্ধতিতে পাঠদান করতে হবে : মোস্তাফা জব্বার

সেনবাগে ১৫ ভোট বেশি পেয়ে ইউপি সদস্য নির্বাচিত

রাস্তায় ব্যারিকেড দিয়ে স্বর্ণ ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

ভুয়া করোনা সার্টিফিকেট: ইতালিতে যাওয়ার সময়ে শাহজালালে আটক যাত্রী কুয়েত-মৈত্রী হসপিটালের আইসোলেশনে

নারীর অধিকার আদায়ে নানাভাবে কাজ করেছেন বঙ্গবন্ধু

জাতীয় বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদ্যাপন

প্রথম দিনে এসএসসি পরীক্ষায় অনুপস্থিত ১৭ হাজার

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে প্রথম টেস্টটিউব বেবির জন্ম

জাতীয় সাইবার ড্রিল প্রতিযোগিতায় সরকারি প্রতিষ্ঠান বিভাগে জনতা ব্যাংক দ্বিতীয়

ব্রেকিং নিউজ :