300X70
বৃহস্পতিবার , ২১ জানুয়ারি ২০২১ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

গোবিন্দগঞ্জে মেডিকেল বর্জ্য অপসারণ ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জানুয়ারি ২১, ২০২১ ৯:১৪ অপরাহ্ণ

প্রতিনিধি, গোবিন্দগঞ্জ: গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক ওনার্স এসোসিয়েশন আয়োজনে প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশন মেডিকেল বর্জ্য অপরাসণ ব্যবস্থাপনা কার্যক্রম উদ্ধোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মন ।

গোবিন্দগঞ্জ জহুরা মাতৃসদন এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের সামনে বৃহস্পতিবার সকালে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক ওনার্স এসোসিয়েশন এর গাইবান্ধা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এসএম কবির রাসেলের সভাপতিত্বে এ উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন বিপ্লব, প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশনের রংপুর বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান, গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ রেজাউল করিম, উপজেলা সমাজ সেবা অফিসার শফিউল ইসলাম মন্ডল, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেন। এ সময় বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক ওনার্স এসোসিয়েশ সহসভাপতি খালিদ হোসাইন, কার্যকরি সদস্য সাহজাহান সবুজ, ও নুরুল আমিন হেলাল উপস্থিত ছিলেন।

গোবিন্দগঞ্জে পুকুর পুনঃখনন কাজের উদ্বোধন

২০২০-২০২১ অর্থবছরে মৎস্য অধিদপ্তরাধীন জলাশয় সংস্কারের মাধ্যমে অধিক মৎস্য উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুকুর পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ২টায় মোবাইল কনফারেন্সের মাধ্যমে গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য প্রকৌশলী আলহাজ¦ মনোয়ার হোসেন চৌধুরী এ্ই কাজের উদ্বোধন করেন।

এ উপলক্ষে গোবিন্দগঞ্জের রাজাহার ইউনিয়ন পরিষদ চত্বরের হাটপুকুর পাড়ে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা আবদুদ দাইয়ান। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্যের সমন্বয়ক আল হাসান চৌধুরী লিটন।

এ ছাড়াও অন্যানের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ইমরান হোসেন চৌধুরী, রাজাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ, সাব এসিসটেন্ট ইঞ্জিনিয়ার শাহজাহান আলী, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ আবু বাসেত মন্ডল, আহসান আলী রাজু, সম্ভু চন্দ্র সহ অন্যরা। জেলা মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে হাটপুকুর পুনঃ খনন প্রকল্পের ব্যায় নির্দ্ধারণ করা হয়েছে ১৩.১৭০ লক্ষ । আগামী ২০২১ সালের ৩১ মার্চের মধ্যে খনন কাজ সম্পন্ন করা হবে।

ভুমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন

আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক মুজিববর্ষ উপলক্ষে ভুমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে মতবিনিময় ও প্রেস কনফারেন্স বৃহস্পতিবার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন আয়োজিত এই প্রেস কনফারেন্সে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আবদুল মতিন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. সাদেকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছা. জেবুন নাহার, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুর রাফিউল আলম প্রমুখ।

সর্বশেষ - খবর

ব্রেকিং নিউজ :