গাইবান্ধা প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪১তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামীলীগের উদ্যেগে করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে সোমবার দিন ব্যপি বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্প মাল্য অর্পন, বিকেলে দলীয় কার্যালয়ে আলোচনা সভা এবং দোওয়া মাহফিল।
এতে ঢাকা থেকে মুঠো ফোনে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী আলহাজ্ব মনোয়ার হোসেন চৌধুরী এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র আতাউর রহমান সরকার ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান।
গোবিন্দগঞ্জ আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি প্রধান আতাউর রহমান বাললুর সভাপতিত্বে ও সাংগাঠনিক সম্পাদক কোচাশহর ইউপির সাবেক চেয়ারম্যান আবু সুফিয়ান মন্ডলের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম বিরু, সহ সভাপতি কামারদহ ইউপির সাবেক চেয়ারম্যান সৈয়দ শরিফুল ইসলাম রতন, সাংগাঠনিক সম্পাদক দরবস্ত ইউপি চেয়াম্যান আ.র.ম শরিফুল ইসলাম জর্জ, দপতর সম্পাদক অধ্যাপক ফিরোজ খানুন নুনু, উপ প্রচার সম্পাদক অধ্যক্ষ এ.কে.এম আব্দুর নুর, পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আজম সরকার, আওয়ামীরীগ নেতা কাজী রওশন আলম রানা, জেলা যুবলীগের সাবেক সহ সভাপতি আলতামাসুল ইসলাম প্রধান শিল্পি, উপজেলা যুবলীগের সভাপতি তাহেদুল ইসলাম রকেট, উপজেলা স্বেচ্ছা সেবকলীগের যুগ্ম আহবায়ক জালাল উদ্দিন রুমী, স্বেচ্ছা সেবকলীগ নেতা নিলয় চৌধুরী, বঙ্গবন্ধু সৈনিকলীগ পৌর শাখার যুগ্ন আহবায়ক নয়ন তালুকদার, ছাত্রলীগ নেতা শফিউল আলম হিরু, ফরহাদ আলী, সোহাগ মাহী ও অয়ন সুলতান প্রমুখ। শেষে দোয়া পরিচালনা করেন উপজেলা ওলামালীগের সভাপতি ক্বারী মওলানা হোসাইন আহম্মেদ।