ফারুক হোসেন, গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ইউনিয়ন, পৌরসভা পর্যায়ে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ মৌসুমে কৃষক নির্বাচনের উন্মুক্ত লটারীর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিধি হিসেবে ঢাকা থেকে মোবাইল ফোনে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী আলহাজ্ব মনোয়ার হোসেন চৌধুরী।
গোবিন্দগঞ্জ উপজেলা খাদ্যশস্য সংগ্রহ ও মনিটরিং কমিটির আয়োজনে সোমবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজির হোসেনের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, পৌর মেয়র মুকিতুর রহমান রাফি ও কৃষকলীগের কেন্দ্রীয় সদস্য উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক খন্দকার জাহাঙ্গীর আলম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার খালেদুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক স্বপন কুমার দে, গোলাপবাগ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম, কামদিয়া খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাঈদ খন্দকার, মহিমাগঞ্জ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহনাজ বেগম. উপজেলা কৃষি সম্প্রতারণ অফিসার মোরতবা আলী মানিক, সাপমারা ইউপি চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুল প্রমুখ।
চলতি মৌসুমে ৪ হাজার ২শ’ ৪৪ মেঃ টন ধান ও ১০ হাজার ২শ’ ৪৬ মেঃ টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্র নির্ধার ন করা হয়েছে।