আরএন শ্যামা, ময়মনসিংহ: ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিন যাত্রী নিহত হয়েছে। রোববার রাতে ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কে গৌরীপুরে উপজেলার বেলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন নারীসহ আরও দুই জন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, রাত সাড়ে ৯টার দিকে নেত্রকোনাগামী একটি অটোরিকশা ওই এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পাশ কাটিয়ে সামনে এগিয়ে যায়। এসময় বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই ট্রাকের সাথে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত ও দুইজন যাত্রী আহত হন।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার ও আহত দুইজনকে হাসপাতালে পাঠিয়েছে বলেও জানান ওসি।