নিজস্ব প্রতিবেদক: রাজধানীর চকবাজার হতে ৩৭৫ বোতল ফেনসিডিলসহ একজনকে গ্রেফতার করেছে র্যাব-১০ এর একটি আভিযানিক দল। এসময় একটি পিকআপ জব্দ করেছে।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
র্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ছিনতাইকারীসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। “চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে ” শ্লোগানকে সামনে রেখে মাদক নির্মূলে র্যাব মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছে।
এরই ধারাবাহিকতায় আজ রোববার (২১ ফেব্রুয়ারী) রাত সাড়ে ১২ টার দিকে র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার চকবাজার মডেল থানাধীন সোয়ারীঘাট বিআইডব্লউটিএ ল্যান্ডিং স্টেশন এলাকায় একটি অভিযান পরিচালনা করে ৩৭৫ বোতল ফেনসিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির মোঃ চান মিয়া (৪৪) বলে জানা যায়।
এসময় তার নিকট থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ১টি পিকআপ, ১টি মোবাইল ও নগদ ২৪৫ টাকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ চাকবাজারসহ ঢাকা শহরের আশেপাশের এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে।