বাহিরের দেশ ডেস্ক : দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেলেন তানজানিয়ার রাষ্ট্রপতি জন মাগুফুলি। জন মাগুফুলির বয়স হয়েছিলো ৬১ বছর।
বিদেশি গণমাধ্যমের ধারণা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে মারা গেছেন। তার মৃত্যুতে দেশটিতে ১৪ দিনের রাষ্ট্রীয় শোক ও জাতীয় পতাকা অর্ধনমিত রাখার ঘোষণা দেয়া হয়েছে।
দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের এক ঘোষণায়, ভাইস-প্রেসিডেন্ট সামিয়াসুলুহু হাসান জানিয়েছেন, বুধবার হৃদযন্ত্রের জটিলতায় দার-ইস-সালাম হাসপাতালে মারা যান মাগুফুলি। দুই সপ্তাহেরও বেশি সময় ধরে জনসম্মুখে দেখা যায়নি মাগুফুলিকে। বিরোধীপক্ষ থেকে গুজব উঠেছিল করোনায় আক্রান্ত হয়ে কেনিয়ায় চিকিৎসা নিচ্ছেন তানজানিয়ার প্রেসিডেন্ট। যদিও বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম।
মাগুফুলি শুরু থেকেই করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য প্রার্থনা ও ভেষজ প্রক্রিয়ায় চালু করার জন্য অনুপ্রাণিত করতেন। মাস্ক পড়া ও করোনা পরীক্ষা নিয়ে উপহাস করতেন তিনি। এছাড়াও ভ্যাকসিন কিনতেও অস্বীকৃতি জানিয়েছিলেন তিনি।
গত জুনে তানজানিয়াকে করোনা মুক্ত বলেও ঘোষণা দেন মাগুফুলি। এরপর থেকে দেশটির করোনা পরিস্থিতির কোন তথ্য আর প্রকাশ করা হয়নি।