নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : চলে গেলেন প্রবীণ সাংবাদিক নেতা, অবিভক্ত বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব, জাতীয় প্রেস ক্লাবের সিনিয়র সদস্য বীর মুক্তিযোদ্ধা শ্রদ্ধেয় এম শাহজাহান মিয়া।
ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২৬ জুলাই) রাত ১০ টায় চলে গেলেন না ফেরার দেশে( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
স্ট্রোকে আক্রান্ত হয়ে অনেক দিন ধরেই তিনি চিকিৎসাধীন ছিলেন। সম্প্রতি বাথরুমে পড়ে গিয়ে গুরুতর আহত হয়ে ইউনাইটেড হাসপাতালে অচেতন অবস্থায় ভর্তি হন। আইসিইউতে ছিলেন অনেকদিন। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।
ফজরের নামাজ শেষে রামপুরা পাকা মসজিদে প্রথম জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।
এদিকে, বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও বিইফইউজে’র সাবেক মহাসচিব এম শাহজাহান মিয়ার নামাজে জানাজা আজ বৃহস্পতিবার বাদ জোহর জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হবে।
পরে খ্যাতনামা সাংবাদিককে মুন্সিগন্জের লৌহজংয়ে স্থানীয় কবরস্থানে দাফন করা হবে।