নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের উপদেষ্টা হলেন চাঁদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. একেএম শহীদুল ইসলাম।
জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম গতিশীল, চাঁদপুর জেলা ও কচুয়া উপজেলায় জাতীয় পার্টির সব কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার লক্ষ্যে তাকে এ পদে মনোনীত করা হয়েছে।
গত ২৩ ফেব্রুয়ারি জাতীয় পার্টির চেয়ারম্যান স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে তাকে এ পদে মনোনীত করা হয়।
বিষয়টি অধ্যাপক ডা. শহীদুল ইসলাম নিজেই গণশাধ্যমকে নিশ্চিত করেছেন।