ভারত থেকে মনোয়ার ইমাম: আজ ঝটিকা সফরে বঙ্গ এ আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।আজ পশ্চিম বাংলার পূর্ব মেদিনীপুর এর হলদিয়া শিল্প বাণিজ্য বন্দরে ভারত গ্যাস সঞ্চার নিগমের একটি সরকারি ইউনিট এর দ্ধার উদ্ঘাটন করতে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
তিনি সন্ধ্যায় হলদিয়া তে থাকবেন। এই সরকারি সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে রাখা হয়েছে তৃণমূল কংগ্রেসের নেতা ও সংসদ নিতীশ অধিকারী এবং বাংলা চলচ্চিত্র জগতের খ্যাতিমান অভিনেতা দেব ও শুভেন্দু অধিকারী সহ দিলীপ ঘোষ এবং মুকুল রায় এবং কেন্দ্রীয় সরকারের মন্ত্রী বাবুল সুপ্রিয়।
এর মধ্যে জল্পনা কল্পনা শুরু হয়েছে তাহলে কি এবার তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপি তে যোগদান করবেন নিতীশ সহ এক ঝাঁক সংসদ ও তৃণমূল বিধায়ক। সম্পত্তি কালে দিনের পর দিন একেক পর এক তৃণমূল কংগ্রেস নেতা ও কর্মীরা দল ত্যাগ করে বিজেপি র দিকে এগিয়ে চলেছে।
এর ব্যতিক্রম না হয় আজ সভা কেন্দ্রে থেকে। কারণ নিতীশ অধিকারী র বাবা দীর্ঘদিন এর পোড়খাওয়া রাজনীতিবিদ। তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এটি সরকারি সফর বলে জানিয়েছেন।
কিন্তু তার আড়ালে কি লুকিয়ে আছে তা আগামীতে বলবে বঙ্গ রাজনীতি তে।