শেখ রাজীব হাসান, টঙ্গী
টঙ্গীতে এস.এস ষ্টীল মিলকারখানায় লোহা গলানো সময় অগ্নিদগ্ধ হয়ে ৫ শ্রমিক গুরুতর আহত হয়েছে। আহত শ্রমিকদের শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে পাঠানো হয়েছে।
গতকাল বুধবার সকাল ১১টায় টঙ্গীর মিলগেট এলাকায় অবস্থিত এস.এস ষ্টীল মিলকারখানায় এ ঘটনা ঘটে। দগ্ধদের শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, মুনতাহির মাহমুদ (২৮), বিল্লাল হোসেন (৩৮), সাগর আলী (৩৫), সোহেল মিয়া (৩৮) ও আসাদুল্লা (৪৫)।
টঙ্গী পশ্চিম থানার এসআই মো. জিয়াউর রহমান জানান, লোহাকে গলানোর জন্য চুম্বোকের সাহায্যে আগুনের চুল্লিতে ফেলানোর সময় অসাবধানবসত আগুনের চুল্লিতে লোহা ফালানোর সময় আগুনের ফুলকি এসে শ্রমিকদের গায়ে লাগে। এতে পাঁচ শ্রমিক আহত।
এস.এস ষ্টীল মিলের জেনারেল ম্যানেজার রাসেল বাবু জানান, কারখানায় লোহা গলানোর সময় পাঁচ শ্রমিক আহত হয়েছেন। আহতদের কারখানায় প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ণ ইউনিটে স্থানান্তর করা হয়েছে।
টঙ্গীতে ১শ’ পিস ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার
টঙ্গীর আউচপাড়া বিপ্লব মার্কেট এলাকা থেকে ১শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ রাব্বী ওরফে নাজমুল (২৫) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে পশ্চিম থানা পুলিশ। মঙ্গলবার রাতে এসআই আবুল কাশেম ও এসআই শুভ মন্ডল গোপন সংবাদের ভিত্তিতে খাঁপাড়ার বিপ্লব বাজার এলাকা থেকে ইয়াবাসহ রাব্বীকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, নাজমুল এরশাদনগর এলাকার তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং নাজমুলের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে বলে জানান।