শেখ রাজীব হাসান, টঙ্গী : টঙ্গীতে ১৬০ কেজি গাঁজাসহ ১ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব।
কুমিল্লা জেলা হইতে বিশেষ কৌশলে ১টি পিকআপযোগে গাঁজার বড় একটি চালান গাজীপুরের দিকে আসার খবরে গতকাল মঙ্গলবার (১০ মে) র্যাব-১ এর আভিযানিক দল অভিযান চালিয়ে গাজীপুরের টঙ্গী পৌরসভার উল্টোপাশে রসময় সুইটস এন্ড কনফেকশনারীর সামনে থেকে মোঃ রুবেল মিয়া (২৩) নামের এক মাদককারবারিকে গ্রেফতার করে। রুবেল কুমিল্লার দেবিদ্বার উপজেলার বড়শালঘর গ্রামের মৃত মনু মিয়া ও ফাতেমা বেগমের ছেলে। এসময় ১৬০ কেজি গাঁজাসহ মাদক পরিবহণে ব্যবহৃত ১ টি পিকআপ, ১টি মোবাইল ফোন এবং নগদ ২ হাজার টাকা জব্দ করে।
আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন ধরে কুমিল্লা জেলা হতে বিশেষ কৌশলে পিকআপযোগে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে গাঁজা সংগ্রহ করে গাজীপুর জেলাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছে।