নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : হিটাচির সঙ্গে চলমান কোল্যাবরেশনের অংশ হিসেবে ট্রান্সকম ডিজিটাল এক উৎসবমুখর অনুষ্ঠান ” হিটাচি স্টার নাইট ২০২২” – এ উন্মোচন করলো নতুন রেঞ্জের বিভিন্ন হোম অ্যাপ্লায়েন্স। এই অনুষ্ঠানটি বৃহস্পতিবার (১ ডিসেম্বর) ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) তে আয়োজিত হয়েছে।
এই অনুষ্ঠানের অংশ হিসেবে টান্সকম ডিজিটাল এনেছে হিটাচি R-WB700VPB2 রেফ্রিজারেটর যাতে আছে ভ্যাকুয়াম কম্পার্টমেন্ট সিলেক্টিভ জোন আর স্বয়ংক্রিয় আইসমেকার। প্রিমিয়াম ডিজাইনের এই অত্যন্ত সুবিধাজনক রেফ্রিজারেটরে আছে এনার্জি এফিশিয়েন্ট ইনভার্টার প্রযুক্তি আর ডুয়েল ফ্যান কুলিং। গ্লাস ব্ল্যাক আর গ্লাস ক্লিয়ার ব্ল্যাক – এই দুটি ভিন্ন রঙে পাওয়া যাচ্ছে রেফ্রিজারেটরটি।
এই অনুষ্ঠানে ট্রান্সকম ওয়াশিং মেশিনও এনেছে BD-120XGV মডেলের। এই নতুন ফ্রন্ট লোড ওয়াশিং মেশিনে সর্বোচ্চ স্পিন স্পিড ১৬০০ আরপিএম। এতে আছে স্বয়ংক্রিয় সেল্ফ ক্লিন সিস্টেম আর অটো ডোজিং সিস্টেম। এই উচ্চ প্রযুক্তিসম্পন্ন ওয়াশার ড্রায়ারে রয়েছে কাপড়ে ভাঁজ কমাতে উইন্ড আয়রন আর স্মার্ট সেন্সিং এআই ওয়াশ। এর সঙ্গে নতুন ফ্রিকশন ড্যাম্পার আর পাঁচ স্তরের লিকুইড ব্যালেন্সার একে করেছে আরও সুবিধাজনক। এই প্রশস্ত ড্রামযুক্ত ওয়াশিং মেশিন সাদা আর মভ গ্রে রঙে পাওয়া যাচ্ছে৷
নতুন উন্মোচন হওয়া পণ্যগুলোর মধ্যে আরও রয়েছে আধুনিক স্টিক টাইপ হালকা ওজনের (দেড় কেজি মাত্র) ভ্যাকুয়াম ক্লিনার PV-XL2K. এর আছে শক্তিশালী স্মার্ট হেড যা গ্রিন এল ই ডি প্রযুক্তি ও ট্যাঙ্গল ফ্রি ব্রাশ ব্যবহার করে। সহজেই খোলা যায় এমন আর এ্যাডজাস্টেবল এক্সটেনশন পাইপ এই শ্যাম্পেন গোল্ড রঙয়ের অ্যাপ্লায়েন্সটির ব্যবহারকে করেছে অত্যন্ত সুবিধাজনক।
এই অনুষ্ঠানে আরও উন্মোচন করা হয়েছে মাইক্রোওয়েভ HMR-M 2002, HMR-FG 2012, ও HMR-DG 2312। শেষের দুটিতে রয়েছে গরম করা ও রান্না করা ছাড়াও গ্রিলিং অপশন। সবগুলোতেই আছে চাইল্ড সেফটি লক, মাল্টিস্টেজ কুকিং আর অটো কুকিং মোড ইত্যাদি।
উন্মোচিত নতুন হোম অ্যাপ্লায়েন্সের মধ্যে আরও আছে অত্যন্ত উন্নত প্রযুক্তির হিটাচি এয়ার কন্ডিশনার। নতুন ওয়েভ ডিজাইনের RAP-G012HFEOEZ1, RSQG018HFEOEZ1, RMQG024HFEOEZ1 তে আছে কার্যকর এনার্জি সেভিং অত্যাধুনিক ইনভার্টার প্রযুক্তি। উন্নত সফট ড্রাই প্রযুক্তি পানির বিন্দু জমতে দেয়না এতে। এর ফলে ঘর থাকে জীবানু ও দুর্গন্ধমুক্ত। এর ট্রপিকাল ইনভার্টার দ্রুত ঠান্ডা হওয়ার নিশ্চয়তা দেয়।
এই উন্মোচনের পাশাপাশি অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল বাংলাদেশে হিটাচির ভবিষ্যত পরিকল্পনা। এদেশে কনজিউমার ইলেকট্রনিকসের বিশাল বাজারের কথা মাথায় রেখে কোম্পানিটি এদেশে তাদের বাজার ১০০ শতাংশে উন্নীত করার লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে চায়।
এই অনুষ্ঠানে, হিটাচি হোম অ্যাপ্লায়েন্সের সেলস বিজনেস ডেভেলপমেন্ট বিষয়ক পরিচালক মিঃ তরুণ জৈন বলেন, “আমাদের বাজার বিস্তৃত করতে গতি আনার জন্য আমরা বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চাই। আমরা নিত্য নতুন আরও আধুনিক প্রযুক্তি সম্পন্ন সব পণ্য উন্মোচনের মাধ্যমে আমাদের প্রোডাক্ট লাইন বৃদ্ধি করতে চাই এদেশে। আমরা জীবনযাত্রার মান বাড়াতে ও উন্নত সমাজ গড়তে সহায়ক- এমন সব প্রযুক্তি নির্ভর সমাধান আনতে বদ্ধ পরিকর। দেশের স্বনামধন্য কোম্পানি ট্রান্সকমের সঙ্গে একসঙ্গে কাজ করে আমরা নির্ভরযোগ্য ভোক্তা ও গ্রাহকদের নিয়ে সম্মিলিত ও বিস্তৃত নেটওয়ার্ক গড়ে তুলতে পারব সহজেই।”
এই সঙ্গে ট্রান্সকম ডিজিটালের হেড অফ বিজনেস মিঃ রিতেশ রঞ্জন বলেন, ” নতুন ইলেকট্রনিক ব্যবসার বাজার তৈরির মাধ্যমে ও ৫৫ শতাংশ পর্যন্ত ডিলার পয়েন্ট বাড়িয়ে আমরা সবদিকেই কোম্পানির বিকাশ নিশ্চিত করছি। এখন আমাদের সঙ্গে হিটাচি এভাবে একসঙ্গে কাজ করলে আমরা পণ্যের প্রতিযোগিতামূলক মূল্য, শক্তিশালী ডিলার ম্যানেজমেন্ট, গ্রাহকদের জন্য আকর্ষণীয় প্রমোশন, দ্রুত ও মানসম্পন্ন সেবা আর নতুন নতুন ইলেকট্রনিক ব্যবসা ক্ষেত্রের অন্তর্ভুক্তির কাজগুলো আরও ফলপ্রসূ ভাবে জারি রাখতে পারব। ”
ট্রান্সকম ডিজিটাল বাংলাদেশে ভোক্তাদের জীবনমান উন্নয়নে অরিজিনাল ব্র্যান্ডের মানসম্পন্ন পণ্যের মাধ্যমে উন্নত সেবা দিয়ে আসছে। ট্রান্সকম ডিজিটাল সার্ভিস বিজনেসের আছে দেশব্যাপী শক্তিশালী সার্ভিস নেটওয়ার্ক আর কল সেন্টার যার মাধ্যমে সকল গ্রাহককে কার্যকর ভাবে ইন্সটলেশন সার্ভিস ও বিক্রয় পরবর্তী সেবা দেওয়া হয়। এছাড়া ট্রান্সকম হিটাচি সহ অন্যান্য ইলেকট্রনিকস ব্র্যান্ডের আনুষ্ঠানিক সার্ভিস পার্টনার। এতে করে কোম্পানিটি দেশের সবচেয়ে নির্ভরযোগ্য ও প্রতিশ্রুতিশীল ইলেকট্রনিক মাল্টি ব্র্যান্ড রিটেলার হয়ে উঠেছে।
অনুষ্ঠানে যোগ দেন আরসেলিক হিটাচি হোম অ্যাপ্লায়েন্সেস সেলস (সিঙ্গাপুর) পিটিএ লিমিটেড এর জ্যেষ্ঠ কর্মকর্তাগণ। ম্যানেজিং ডিরেক্টর মিঃ চেন টেক বেং, সেলস (এক্সপোর্ট) বিষয়ক ডিরেক্টর মিঃতরুণ জৈন, সেলস (এক্সপোর্ট) এর প্রধান মিঃ এলভিন থাম, ট্রান্সকম ইলেকট্রনিকসের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মিঃ আরশাদ হক, ট্রান্সকম ডিজিটালের হেড অফ বিজনেস মিঃ রিতেশ রঞ্জন এবং ট্রান্সকম ডিজিটালের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আর্সেলিক হিটাচি হোম অ্যাপ্লায়েন্স
২০২১ সালের ১ জুলাই তারিখে আর্সেলিক ও বিশ্বের ইলেকট্রনিক শিল্পে স্বনামধন্য কোম্পানি হিটাচি গ্লোবাল লাইফ সল্যুশনস ইনক মিলে যৌথ ভাবে এক উদ্যোগ নেয়। এই যৌথ উদ্যোগের মাধ্যমে তারা নিজ নিজ ক্ষেত্র যেমন আর অ্যান্ড ডি, প্রকিউরমেন্ট এবং প্রডাকশন সিস্টেমের ব্যাপারে তাদের দক্ষতার সমন্বয় ঘটায়। এভাবে এই যৌথ উদ্যোগের মধ্য দিয়ে গ্লোবাল সাপ্লাই চেন কে একটি ভারসাম্যে আনা ও বাজারে এর প্রতিযোগিতামূলক অবস্থান তৈরি করা হয়।
আরসেলিক সবসময় সারা বিশ্ব জুড়ে ১৫০ দেশে এর হোম অ্যাপ্লায়েন্সের ব্যবসা বিস্তিত করে আসছে। ইউরোপে এই কোম্পানির ব্যাপক বিকাশ ঘটেছে আর গত এক দশক ধরে দক্ষিণ এশিয়ায় এর বাজার হয়েছে শক্তিশালী। হিটাচি জিএল এস মূলত দক্ষিণ এশিয়া ও মধ্য প্রাচ্যেই এর হোম অ্যাপ্লায়েন্সের ব্যবসা পরিচালনা করে আসছে, যেখানে তার একটি মর্যাদাসম্পন্ন উচ্চ ব্র্যান্ড ইমেজ রয়েছে৷
ট্রান্সকম ডিজিটাল :
ট্রান্সকম ডিজিটাল ট্রান্সকম ইলেকট্রনিকস এর প্রধান বিজনেস ইউনিট৷ এটি বর্তমানে ৬৮ টি ইলেকট্রনিক হাবের মাধ্যমে পরিচালিত হচ্ছে। এই হাবগুলো আবার ডেলিভারি, সার্ভিস আর সারা দেশে ২০০ এর বেশি ডিলার পয়েন্টের সঙ্গে সম্পৃক্ত। ট্রান্সকম ডিজিটালের মাল্টি-ব্র্যান্ড পোর্টফোলিও তে আছে হিটাচি, স্যামসাং, হোয়ার্লপুলের মতো স্বনামধন্য সব ব্র্যান্ড।এতে সব ধরনের ক্রেতাদের চাহিদা মেটানো যাচ্ছে ইলেকট্রনিকস পণ্য ক্রয়ের ক্ষেত্রে সবচেয়ে ভালো অভিজ্ঞতা লাভ করছেন তারা।
এই পণ্যগুলোর মধ্যে রয়েছে কনজিউমার ইলেকট্রনিকস, হোম অ্যাপ্লায়েন্স, এয়ার কন্ডিশনিং, ছোট অ্যাপ্লায়েন্স আর মোবাইল ডিভাইস। ট্রান্সকম ডিজিটাল দেয় অরিজিনাল ব্র্যান্ডের মানসম্পন্ন পণ্য আর সেইসঙ্গে উচ্চমানের সেবা- যা,বাংলাদেশে তাদের গ্রাহকদের জীবন মানকে করে উন্নত। হিটাচি, স্যামসাং, হোয়ার্লপুল ও অন্যান্য বিখ্যাত ইলেকট্রনিক ব্র্যান্ডের আনুষ্ঠানিক সার্ভিস পার্টনার। আর তথ্য জানতে ভিজিট করুন https://transcomdigital.com/