নিজস্ব প্রতিবেদক : তরুণদের মাঝে সাফল্যের আকাঙ্খা ও অনুপ্রেরণা জাগানোর লক্ষ্যে টেড’এর
লাইসেন্সপ্রাপ্ত ডিপিএস এসটিএস (দিল্লি পাবলিক) স্কুল ঢাকা সম্প্রতি “টেডএক্সডিপিএসএসটিএসস্কুল” শিরোনামে
এক জমকালো আয়োজন করেছে। জনপ্রিয় টেডএক্স ইভেন্টের এই সিক্যুয়েল আজ (১৫ অক্টোবর, ২০২২) ডিপিএস এসটিএসের সিনিয়র ক্যাম্পাস অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের মূলধারা – “মাইন্ড ওভার ম্যাটার” -এর সাথে সামঞ্জস্য রেখে দেশের বিভিন্ন র্কাযক্ষেত্র থেকে বেশ কিছু
সফল ও প্রভাবশালী ব্যক্তিত্ব এই আয়োজনে অংশগ্রহণ করেন, যাদের সাফল্যের গল্প থেকে উপস্থিত তরুণেরা
সীমাবদ্ধ গন্ডি থেকে বেরিয়ে আসার, লক্ষ্য র্অজনের পথে বাধা অতিক্রম করার এবং আত্মশক্তির মাধ্যমে নিজ
দক্ষতার র্সবোচ্চ শিখরে পৌঁছানোর অনুপ্রেরণা লাভ করে।
“টেড” সংস্থার অধীনে “টেডএক্স” মূলত এমন একটি উদ্যোগ, যা সমাজে বাস্তবমুখী পরির্বতনের র্চচা উদ্বুদ্ধ করে।
দিনব্যাপী এই টেডএক্সডিপিএসএসটিএসস্কুল আয়োজনে অতিথি বক্তা এবং অংশগ্রহণকারীরা র্দশক-শ্রোতাদের মাঝে চিন্তার উদ্রেক ঘটানো বিভিন্ন বিষয় আলোচনা-র্পযালোচনা করেন। উপস্থিত সকলে আগ্রহের সাথে এতে অংশ নেন।
অনুষ্ঠানে অতিথি বক্তাদের মধ্যে ছিলেন গোলাম সামদানি ডন, র্কপোরেট ট্রেইনার এবং ডন সামদানি ফ্যাসিলিটেশন
অ্যান্ড কনসালটেন্সি’র চিফ ইন্সপিরেশনাল অফিসার; মানিজে ইব্রাহিম, লেখক, আইনজীবী এবং ইব্রাহিম সিকিউরিটিজ লিমিটেডের ডিরেক্টর অব লিগ্যাল অ্যাফের্য়াস; মোঃ তাজদীন হাসান, মিশন সেভ বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা এবং দ্য ডেইলি স্টারের সাংবাদিক আনিকা রাব্বানী, ওর্য়াল্ড ইয়োগা অ্যালায়েন্সের স্বীকৃতিপ্রাপ্ত যোগব্যায়াম প্রশিক্ষক এবং যোগব্যায়ামের স্কুল ইয়োগানিকা’র প্রতিষ্ঠাতা; ডেবোরা এফ্রয়মসন, লেখক, সহ-প্রতিষ্ঠাতা এবং দ্য ইনস্টিটিউট অফ ওয়েলবিয়িং বাংলাদেশ’এর অ্যাক্টিং এক্সিকিউটিভ অফিসার; রিজওয়ানা হৃদিতা, হাইড্রোকোপ্লাস এবং লিংউইং-এর
সহ-প্রতিষ্ঠাতা এবং চিফ অপারেটিং অফিসার; রাকিন আবসার, জনপ্রিয় ডিজিটাল কন্টেন্ট র্নিমাতা; সাদমান সাদিক, টেন মিনিটস স্কুল’এর এডুকেটর এবং একাধিক সেলফ-হেল্প বইয়ের সহ-লেখক; সাজিদ আসবাত খন্দকার এবং সৌরদীপ পাল, ওর্য়াল্ড ইউনির্ভাসিটিজ ডিবেটিং কম্পিটিশন (ডব্লিউইউডিসি) ২০২২ এর বিজয়ীগণ; এবং শাহ রাফায়াত চৌধুরী, পুরস্কারজয়ী পরিবেশবিদ এবং ফুটস্টেপস বাংলাদেশের সহ-প্রতিষ্ঠাতা।
টেডএক্সডিপিএসএসটিএসস্কুল অংশগ্রহণকারীদের বুদ্ধিমত্তা ও চিন্তাশক্তিকে আরো শাণিত করতে এক ভিন্নর্ধমী অভিজ্ঞতা প্রদান করে। সফল এই আয়োজনটি পৃষ্ঠপোষকতা করেছে ইউনির্ভাসাল কলেজ বাংলাদেশ’এর মোনাশ পাথওয়েজ এবং এম এ তৈয়ব লিমিটেড। অনুষ্ঠানটি উদ্বোধন করেন ডিপিএস এসটিএস স্কুল ঢাকা’র প্রিন্সিপাল ডক্টর শিবানন্দ সিএস।
এসটিএস গ্রুপের হায়ার এডুকেশন উইংয়ের সিইও ড. সন্দীপ অনন্তনারায়ণও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ডিপিএস এসটিএস এর সিনিয়র লিডারশিপ টিম-সহ স্কুলের শির্ক্ষাথী এবং নিবন্ধনকারীগণ এই অনুষ্ঠানে যোগদান করেন।
টেডএক্সডিপিএসএসটিএসস্কুল আয়োজনের র্সাবিক তত্ত্বাবধানে ছিলেন শালিনী আগারওয়ালা, ডিন অফ অ্যাক্টিভিটিস।
এ প্রসঙ্গে ডিপিএস এসটিএস স্কুল ঢাকা’র অধ্যক্ষ ড. শিবানন্দ সিএস বলেন, “টেডএক্স’এর আলোচনা অন্যান্য নানা আয়োজন থেকে আলাদা, কারণ এটি র্নিধারিত শ্রোতাদের কাছে প্রয়োজনীয় তথ্যগুলো পৌঁছে দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত র্কাযকরভাবে উপস্থাপনা করে থাকে।
এটি এমন একটি প্ল্যাটর্ফম, যেখানে সাফল্য র্অজনকারীরা নিজেদের যাত্রা ও ব্যক্তিগত সংগ্রামের কথা তুলে ধরেন, এবং সেগুলো অতিক্রম করার জন্য নিজেদের অবলম্বন করা কৌশলগুলোও শিখিয়ে দেন। এটা তাই নিছক বক্তৃতা নয়; এটি রীতিমতো তাদের সাফল্যের পথে হেঁটে চলার ধারাবিবরণী।
টেডএক্সডিপিএসএসটিএসস্কুল আয়োজনের পেছনে আমাদের উদ্দেশ্য ছিল সব উজ্জ্বল প্রতিভাবানদের এক ছাদের নিচে একত্র করা। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আইডিয়া র্অথা ধারণাকেন্দ্রিক আলোচনার ক্ষেত্র তৈরিকে উদ্বুদ্ধ করেছি, সেই সাথে অংশগ্রহণকারীদের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে কিছু ইতিবাচক পরির্বতন সাধনের র্বাতা দেওয়ার চেষ্টা করেছি”।