নিজস্ব প্রতিবেদক : আজ সন্ধ্যায় ১০২ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে গেল রাজধানীতে। এ সময় বজ্রপাতের সঙ্গে সামান্য বৃষ্টিও হয়েছে।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক আজ মঙ্গলবার (২৩ মে) এমন তথ্য জানিয়েছেন । তিনি বলেন, কালবৈশাখীর ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ১০২ কিলোমিটার রেকর্ড করা হয়েছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায়। এছাড়া রাজধানীর আগারগাঁও এলাকায় বয়ে গেছে ৭৪ কিলোমিটার। সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকায় বৃষ্টিপাত হয়েছে ৬ মিলিমিটার।
সকাল থেকেই দেশের বিভিন্ন স্থানে ৪৫ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস দিয়েছিল আবহাওয়া অফিস। এজন্য সব নদীবন্দরে তোলা হয়েছিল সতর্কতা সংকেতও।
ঢাকাতেও সকাল থেকেই আকাশ আংশিক মেঘলা ছিল। কখনো কখনো কালো মেঘের দেখা মিললেও তা কেটে যায়। তবে বিকেল চারটার পর থেকে ঘনকালো মেঘে ঢেকে যেতে শুরু করে রাজধানীর আকাশ। বিকেলেই নেমে আসে সন্ধ্যা।
আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, দিনাজপুর, ময়মনসিংহ, রংপুর, সিলেট, এবং কক্সবাজার অঞ্চলগুলোর ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের সঙ্গে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।