নিজস্ব প্রতিবেদক : সামাজিক দায়বদ্ধতা কর্মসূচীর অংশ হিসেবে ইউনিয়ন ব্যাংক পিএলসি. ঢাকা শহরের বিভিন্ন স্থানে দুঃস্থ, অসহায়, এতিম, অসুস্থ ও শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এ. বি. এম. মোকাম্মেল হক চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মফিজুর রহমান, ২০ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নাছির এবং ব্যাংকের মানবসম্পদ বিভাগের প্রধান ইভিপি মোঃ মাইনুল ইসলাম চৌধুরী।
এছাড়াও উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের উর্ধ্বতন নির্বাহীবৃন্দ এবং ঢাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।