বাঙলা প্রতিদিন নিউজ : শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, তরুণদের কাজ করার স্পৃহা নতুন বাংলাদেশকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবে।
আজ ঢাকায় ভোক্তা অধিকার সংস্থা কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস) আয়োজিত ভোক্তা অধিকার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, দুর্ভোগ কমিয়ে জনমনে স্বস্তি ফেরাতে সরকার সবধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। দ্রব্যমূল্য হাতের নাগালে রাখতে তরুণদেরকে বিভিন্ন স্তরে সম্পৃক্ত করছে সরকার। সিন্ডিকেটের দৌরাত্ম্য সরকারের সদিচ্ছাকে দমিয়ে রাখতে পারবে না। বাজার অস্থিতিশীল করে জনদুর্ভোগ সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আসিফ মাহমুদ আরো বলেন, দ্রুতই ভোক্তা অধিকার আইনকে আরো শক্তিশালী করা হচ্ছে। আইনটি সংশোধনের ব্যাপারে ইতোমধ্যেই বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গে কথা বলা হয়েছে, বিষয়টি প্রক্রিয়াধীন।
তরুণদের উদ্দেশে উপদেষ্টা বলেন, বাংলাদেশে কৃষকের মার্কেটটা অনেক বড়। এটা ব্যবসার জন্য ভালো সুযোগ। যারা এটা নিয়ে কাজ করতে চাইবে তাদের নিজেরও উন্নতি হবে একই সাথে জনকল্যাণও হবে। সরকারের পক্ষ থেকে তাদের সব রকম সহযোগিতা করা হবে। কোনো বাধা আসলে সরকার তা মোকাবিলা করবে।