এমএ মান্নান, লালমনিরহাট : আকস্মিকভাবে উজানে ভারত থেকে আসা পাহাড়ি ঢলের পানিতে মঙ্গলবার রাত থেকে লালমনিরহাটে তিস্তা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।
আজ বুধবার সকাল ৮টা থেকে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় দোয়ানীতে তিস্তা ব্যারেজ পয়েন্টে তিস্তা নদীর পানি বিপৎসীমা ৫২ মিটার ৬০ সেন্টিমিটার অতিক্রম করে বিপৎসীমার ৫০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অসময়ে তিস্তা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করায় তিস্তাপাড়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
পানির প্রবল স্রোতে বেলা ১১টার দিকে তিস্তা ফ্লাড বাইপাস সড়কটি ভেঙ্গে লালমনিরেহাট জেলার সাথে তিস্তা ব্যারাজের তথা নিলফামারী জেলার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
এ ছাড়াও চর, দ্বীপচর ও তিস্তাপাড়ে নদী তীরবর্তী নিম্নাঞ্চলগুলোতে পানি ঢুকতে শুরু করেছে। পানির নিচে তলিয়ে যাচ্ছে আমন ধানসহ বিভিন্ন শাক-সবজীর ক্ষেত। তলিয়ে যাচ্ছে রাস্তা-ঘাট।
ফসলহানির আশংকায় মহাদুশ্চিন্তায় পড়েছেন তিস্তাপাড়ের হাজার হাজার কৃষক।
এদিকে উজান থেকে আসা পানি চাপ কমাতে খুলে দেওয়া হয়েছে তিস্তা ব্যারেজের ৪৪টি গেইট। ব্যারেজের ভাটিতে হুহু করে বাড়ছে তিস্তার পানি। উজান থেকে আসা পাহাড়ি ঢল অব্যাহত থাকায় তিস্তায় আরো পানি বাড়তে পারে বলে আশংকা করছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড।