বাহিরের দেশ ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় দুটি প্রদেশে পৃথক গুলিবর্ষণের ঘটনায় অন্তত ৯জন নিহত হয়েছেন। শনিবার রাতের ওই ঘটনায় সন্দেহভাজনদের খোঁজে অভিযানে নেমেছে আইন প্রয়োগকারী সংস্থা। খবর আল-জাজিরার।
বিশ্বের সবচেয়ে বেশি হত্যার হারের এই দেশটিতে সহিংস মৃত্যুর সংখ্যা বাড়ছে। আর গুলি চালানোর সর্বশেষ ঘটনা ওটি।
জোহানেসবার্গের দক্ষিণ শহরতলির থেম্বেলিহলে অনানুষ্ঠানিক বসতিতে চারজন গুলিবিদ্ধ ও দুজন আহত হন। কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে,
প্রাথমিক তদন্তে দেখা গেছে- স্থানীয় সময় শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় একদল পুরুষ রাস্তার কোণে পাশা খেলছিলেন। তখন অজ্ঞাত হামলাকারীরা তাদের ওপর গুলি চালায়।
পুলিশ রবিবার বলেছে, ‘শনিবার ঘটনাস্থলেই চারজন মারা যান। গুলিবিদ্ধ দুজনকে নিকটস্থ চিকিৎসা সেবা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল।’
আঞ্চলিক পুলিশ কমিশনার ইলিয়াস মাওলা এটিকে ‘ভয়াবহ’ বলেছেন। তিনি বলেন, “তারা বসে ছিল। কোনো কারণ ছাড়াই তাদের ওপর হামলা চালানো হয়েছে।’
থেম্বেলিহেলে আরেকটি হামলা হয়েছে। সেখানে ৩৬ বছর বয়সী একজন ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। সেইসঙ্গে তার একটি মোবাইল ফোন ও একটি সাইকেলসহ তার জিনিসপত্র ছিনতাই করা হয়েছে বলে ধারণা। তবে এ হামলার কারণ প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
অপরদিকে ওয়েস্টার্ন কেপ প্রদেশে, খায়েলিতশা শহরে শনিবার রাতে তিনটি খুনের ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কর্নেল আন্দ্রে ট্রাউট বলেন, চতুর্থ হত্যাকাণ্ড একটি বিচ্ছিন্ন ঘটনা।
এর আগে শুক্রবার রাতে জোহানেসবার্গের আলেকজান্দ্রা টাউনশিপে বৃহস্পতিবার রাতে ছয়জনকে গুলি করার সন্দেহভাজন হিসেবে আটজনকে গ্রেফতার করা হয়েছে। আলেকজান্দ্রায় গুলি চালানোর সন্দেহভাজনরা একই দলের সদস্য ছিল কি না, যারা সব হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনো স্পষ্ট নয়।