300X70
বুধবার , ১০ মার্চ ২০২১ | ২৭শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

দীঘির বাবা ও মামার বিরুদ্ধে পরিচালকের মামলা

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মার্চ ১০, ২০২১ ৭:৪৬ অপরাহ্ণ

আনন্দ ঘর প্রতিবেদক : ক’দিন থেকেই চিত্রনায়িকা দীঘি, পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু এবং ‘তুমি আছো তুমি নেই’ সিনেমা নিয়ে সরগরম চলচ্চিত্রপাড়া। সিনেমাটির ট্রেলার প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। ঘটনার পরিপ্রেক্ষিতে দীঘির কিছু নেতিবাচক মন্তব্য আগুনে ঘি ঢালে। এর সঙ্গে জড়িয়ে পড়েন নির্মাতা ঝন্টু। কোটি টাকার মামলার হুমকি দেন তিনি। আজ বুধবার (১০ মার্চ) জানা গেল হুমকি নয়, দীঘি, তার বাবা সুব্রত এবং মামার বিরুদ্ধে ঢাকা জজ কোর্টে মামলা দায়ের করেছেন ঝন্টু।

মুক্তি প্রতিক্ষীত সিনেমা নিয়ে নেতিবাচক মন্তব্য করে দেলোয়ার জাহান ঝন্টুর রোষাণলে পড়েন দীঘি। কিন্তু তার বাবা এবং মামার বিরুদ্ধে কেন মানহানির মামলা? প্রশ্নের উত্তর জানতে দেলোয়ার জাহান ঝন্টুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এই প্রতিবেদককে বলেন, ‘দীঘি তার বাবাকে ছাড়া কোনো কথা বলেন না। সে সবকিছু তার বাবাকে জিজ্ঞেস করেই করে। সুতরাং এই কথাগুলো তার বাবার অনুমতি ছাড়া সে বলেনি। ওর মামা উল্টাপাল্টা লেখে। প্রযোজককে ফোন করে বিভিন্ন কথা বলে- এটা করো, ওটা করো।’

‘৩ মিনিটের ট্রেলার দেখে বলে- ছবি ভালো হবে না। ছবি পঁচা! ট্রেইলার ভালো লাগেনি।’ ক্ষোভ প্রকাশ করে এই নির্মাতা বলেন, ‘উনি (মামা) এর কি বোঝে?’

দীঘি গণমাধ্যমে দুঃখপ্রকাশ করেছে। স্মরণ করিয়ে দিলে ঝন্টু বলেন, ‘দীঘি আমাকে এখন পর্যন্ত ফোন করেনি। দুঃখপ্রকাশ তো দূরের কথা। তবে ফেইসবুকে দেখেছি দীঘি নাকি সরি বলেছে। বিষয়টি দীঘির মিথ্যাচার। কিন্তু সে তো আমার সিনেমা শেষ করে দিয়েছে। তাকে আমরা টাকা-পয়সা যদি কম দিতাম, বা তার সঙ্গে খারাপ ব্যবহার করতাম- তাহলে ভিন্ন বিষয়।’

দীঘি পরিচালক ও প্রযোজকদের জন্য হুমকিস্বরূপ- উল্লেখ করে এই নির্মাতা বলেন, ‘সিনেমার নায়িকা যখন বলেছে- সিনেমা চলবে না, তাহলে মানুষ কেন হলে যাবে? এত বড় সাহস! সিনেমা মুক্তির আগেই ‘চলবে না’ বললে এগুলো এক সময় কালচার হয়ে যাবে। অন্য নায়ক-নায়িকারাও বলবে।’

উল্লেখ্য ‘তুমি আছো তুমি নেই’ নায়িকা হিসেবে দীঘির প্রথম সিনেমা। এটি পরিচালনা করেছেন দেলোয়ার জাহান ঝন্টু। সিনেমাটি ১২ মার্চ মুক্তি পাবে।

 

 

 

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত
ব্রেকিং নিউজ :