ডেস্ক রিপোর্ট, বাঙলা প্রতিদিন:
বাংলাদেশে বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘন্টায় দেশে করোনার থাবায় ঝড়ল আরো ২৩১ প্রাণ। গতকাল রোববার (১৮ জুলাই) সকাল ৮টা থেকে আজ সোমবার (১৯ জুলাই) সকাল ৮টা পর্যন্ত এসব মৃত্যুর ঘটনা ঘটেছে। আর একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১৩ হাজার ৩২১ জন। বাংলাদেশে আজকের ২৩১ জনসহ মারা গেলেন ১৮ হাজার ১২৫ জন।
আর বাংলাদেশে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১১ লক্ষ ১৭ হাজার ৩১০ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আজ সোমবার (১৯ জুলাই) বিকেলে এসব তথ্য জানান।
এছাড়া গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৯ হাজার ৩৩৫ জন। বাংলাদেশে করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন ৯ লাখ ৪১ হাজার ৩৪৩ জন।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ২৯ দশমিক ৫৯ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৫ দশমিক ৩০ শতাংশ। সুস্থতার হার ৮৪ দশমিক ২৫ শতাংশ। করোনায় মৃত্যুর হার ১ দশমিক ৬২ শতাংশ।