300X70
সোমবার , ১৫ মে ২০২৩ | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

ধর্ষণ মামলায় আ.লীগ নেতা বড় মনির কারাগারে

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মে ১৫, ২০২৩ ৪:১৮ অপরাহ্ণ

সংবাদদাতা, টাঙ্গাইল: টাঙ্গাইলে কিশোরী ধর্ষণ মামলায় অভিযুক্ত শহর আওয়ামী লীগের সহসভাপতি গোলাম কিবরিয়া বড় মনিরের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছে আদালত।

সোমবার (১৫ মে) বেলা সাড়ে ১১টার দিকে জেলার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল মহসীন এ আদেশ দেন।

গোলাম কিবরিয়া বড় মনির টাঙ্গাইল-২ (গোপালপুর-ভুঞাপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনিরের বড় ভাই এবং জেলা বাস কোচ মিনিবাস মালিক সমিতির মহাসচিব।

টাঙ্গাইলের সরকারি কৌশলী (পিপি) এস আকবর খান জানান, কিশোরীর ধর্ষণ মামলার প্রধান আসামি আওয়ামী লীগ নেতা বড় মনির নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। পরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল মহসীন জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে ওই আওয়ামী লীগ নেতা ও তার স্ত্রী উচ্চ আদালত থেকে জামিন পেলেও পরবর্তীতে চেম্বার আদালত তাদের জামিন স্থগিত করে নিম্ন আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দেন।

আসামি পক্ষের জামিন শুনানি করেন সিনিয়র আইনজীবী এ কে এম শামীমুল আক্তার, বার এসোসিয়েশনের সভাপতি মাইদুল ইসলাম শিশির, এ কে এম মনসুর আলী খান বিপনসহ পঁচিশের অধিক আইনজীবী।

রাষ্ট্র পক্ষে জামিনের বিরোধিতা করেন কোর্ট পরিদর্শক তানভীর আহমেদ, বারের সাবেক সভাপতি ফায়কুজ্জামান নাজিবসহ ১০-১২ জন।

এর আগে গত ১৮ এপ্রিল বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চ তাদের আগাম জামিন দিয়েছিলেন। ওই সময় আসামি পক্ষের আইনজীবী ছিলেন ইউসুফ হোসেন হুমায়ুন ও মোমতাজ উদ্দিন আহমদ মেহেদী। রাষ্ট্র পক্ষের আইনজীবী ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী।

উল্লেখ্য, গোলাম কিবরিয়া বড় মনি টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের আওয়ামী লীগ দলীয় দলীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনিরের বড় ভাই। তিনি টাঙ্গাইল জেলা বাস মিনিবাস মালিক সমিতির মহাসচিবসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃত্বে রয়েছেন। গত ৫ এপ্রিল রাতে টাঙ্গাইল শহরের এক কিশোরী বাদী হয়ে গোলাম কিবরিয়া বড় মনি’র নামে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন। এই মামলার প্রভাব টাঙ্গাইলের রাজনৈতিক সামাজিক অঙ্গনেও পড়েছে। গোলাম কিবরিয়া বড় মনি’র পক্ষে বিপক্ষে মিছিল সমাবেশ, সংবাদ সম্মেলন হয়েছে।

টাঙ্গাইল মডেল থানায় দায়ের করা মামলায় বলা হয়, কিশোরীর ভাইয়ের সঙ্গে জমি নিয়ে সমস্যা দেখা দেয়। এই সমস্যা সমাধানের জন্য বড় মনি’র স্মরণাপন্ন হন ওই কিশোরী। বড় মনি সমস্যা সমাধান করে দেয়ার আশ্বাস দেন। গত ১৭ ডিসেম্বর ওই কিশোরীকে শহরের আদালত পাড়ায় বড় মনি’র বাড়ির পাশে একটি ভবনের চতুর্থ তলার ফ্লাটে যেতে বলেন। সেখানে গেলে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে কিশোরীকে একটি কক্ষে আটকে রাখা হয়। প্রায় তিন ঘণ্টা পর বড় মনি কক্ষে ঢুকে মেয়েটিকে ধর্ষণ করেন এবং সে ছবি তুলে রাখেন। ধর্ষণ শেষে কাউকে এ কথা জানাতে নিষেধ করেন এবং কাউকে জানালে মেরে ফেলার হুমকি দেন তিনি। তারপর ছবি প্রকাশের ভয় দেখিয়ে প্রায়ই মেয়েটিকে বড় মনি ধর্ষণ করতেন বলেও উল্লেখ করা হয়।

মামলায় আরও উল্লেখ করা হয়েছে, এ ধর্ষণের কারণে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এ কথা জানালে বড় মনি তাকে গর্ভপাত করার জন্য চাপ দিতে থাকেন। কিন্তু সন্তান নষ্ট করতে রাজি না হওয়ায় গত ২৯ মার্চ রাত ৮টার দিকে বড় মনি মেয়েটিকে আদালত পাড়ায় তার শ্বশুরবাড়িতে তুলে নিয়ে যান। সেখানে গর্ভের সন্তান নষ্ট করার জন্য চাপ সৃষ্টি করেন। তাতে রাজি না হওয়ায় ওই বাসার একটি কক্ষে তালাবদ্ধ করে রাখা হয় মেয়েটিকে। পরে তাকে সেখানে আবার ধর্ষণ করেন বড় মনি। ধর্ষণের পর বড় মনির স্ত্রী তাকে মারধর করলে মেয়েটি অসুস্থ হয়ে পড়ে। পরে রাত ৩টার দিকে বাসায় পৌঁছে দেয়া হয় তাকে। তারপর থেকে মেয়েটিকে নানা হুমকি দেয়া হতো। শারীরিক ও মানসিকভাবে অসুস্থ থাকায় মামলা করতে দেরি হয়েছে বলে মামলায় উল্লেখ করেছেন বাদী।

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

পাঁচবিবিতে মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বাউবিতে স্বাধীনতাযুদ্ধ ও গণহত্যা শীর্ষক সেমিনার

সাবেক রেলপথমন্ত্রী’র সহধর্মিণী অ্যাড. রিক্তা কুমিল্লা বারের নতুন ভোটার

নোয়াখালীতে চোলাই মদসহ মাদককারবারি গ্রেফতার

ট্রেনের বগি জোড়া দিতে গিয়ে কাটা পড়ে কর্মচারীর মৃত্যু

কঠোর লকডাউন শিথিল হচ্ছে ২৮ এপ্রিলের পর

এসএমই ফাউন্ডেশনের সঙ্গে প্রিমিয়ার ব্যাংকের চুক্তি স্বাক্ষর

সাংবাদিক সমাজের অধিকার আদায়ে আপোষহীন নেতা ছিলেন আলতাফ মাহমুদ

হাড্ডাহাড্ডি লড়াই শেষে যুক্তরাষ্ট্র-ইংল্যান্ড ম্যাচ গোলশূন্য ড্র

রাজধানীর কোতয়ালীতে ২৬০৯২ পিস সরকারী ও বিদেশী ঔষধসহ ১ জন গ্রেফতার

ব্রেকিং নিউজ :