স্পোর্টস ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরের চতুর্থ ম্যাচে মুখোমুখি হয়েছিল নতুন দুই দল লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ও গুজরাট টাইটান্স। নবাগত দুই দলের প্রথম ম্যাচে জয় নিয়ে মাঠ ছেড়েছে গুজরাট। আইপিএলে লক্ষ্ণৌ সুপার জায়ান্টের বিপক্ষে ৫ উইকেটের জয় পেয়েছে গুজরাট টাইটান্স।
মুম্বাইয়ে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৫৮ রানে থামে লক্ষ্ণৌয়ের ইনিংস।
ব্যাট হাতে দলের পক্ষে ৫৫ রানের সেরা ইনিংস খেলেন দিপক হোদা। গুজরাটের পক্ষে মোহাম্মদ শামি তিনটি ও বরুণ অ্যারন দুটি উইকেট শিকার করেন।
জবাবে ১৫৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৫ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌছে যায় গুজরাট। দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রান করেন মনহর। বল হাতে ২৫ রানে তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হন গুজরাটের মোহাম্মাদ সামি।
সংক্ষিপ্ত স্কোর
টস : গুজরাট টাইটান্স
লক্ষ্ণৌ সুপার জায়ান্টস : ১৫৮/৬ (২০ ওভার)
হুদা ৫৫, বাদোনি ৫৪, ক্রুনাল ২১*
শামি ২৫/৩, অ্যারন ৪৫/২
গুজরাট টাইটান্স : ১৬১/৫ (১৯.৪ ওভার)
রাহুল তেভাটিয়া ৪০*, হার্দিক ৩৩, ওয়েড ৩০, মিলার ৩০
চামিরা ২২/২, ক্রুনাল ১৭/১
ফল : গুজরাট টাইটান্স ৫ উইকেটে জয়ী।