আরএন শ্যামা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ করোনায় ক্লান্তি কালিন সময়ে যখন দেশের অর্থনৈতিক অবস্থা সংকটাপন্ন। অর্থনৈতিক সংকটে শুধু দেশ নয়, তার প্রভাব পড়েছে যারা কেটে খাওয়া মানুষ তাদের উপরও। যার চোবাল থেকে গ্রামের সহজ সরল কৃষকরাও বাদ পড়েনি। যাদের ঘামের ফলানো ফসল দিয়ে দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ প্রায়। আমাদের দেশের কৃষকেরা যে কয়েক ধাপে ধান রোপন করেন তার মধ্যে উল্লেখযোগ্য আমন ধানের ফলন। আমন ধান ফলনে খরচ কম হওয়ায় লাভ বেশি হয়। চলতি মৌসুমে ময়মনসিংহের নান্দাইলে এবারের আমন ধানের বাম্পার ফলনের আশা করছেন কৃষকেরা। তারা কয়েক দিনের মধ্যেই আমন ধান ঘরে তুলতে শুরু করবেন। মাঠ ভরা পাকা আমন ধান যেমন হাসছে তেমনি কৃষকের মুখেও ফুটাচ্ছে হাসি।
নান্দাইল উপজেলার কৃষি কর্মকর্তা হারুন-অর-রশিদ জানান চলতি মৌসুমে নান্দাইল উপজেলায় মোট ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভায় সর্বমোট ২২৩৬৫ হেক্টর জমিতে আমন ধান চাষ করা হয়েছে। যা থেকে এবারের মৌসুমে মোট ৬১৯৩০ মেট্রিকটন ধান উৎপাদন হবে বলে আশা করা হচ্ছে।
এ বিষয়ে স্থানীয় একাধিক কৃষকদের সাথে কথা বললে তারা জানান, আমন ধান ফলনে তারা খুব খুশি। এবারের ফলনে লক্ষ্য মাত্রা পূরনের আশাবাদী তারা। তবে কিছু কিছু জমিতে ইঁদুরের আক্রমণে ফলনশীল ধানের গাছ নষ্ট হয়ে যাওয়ায় তারা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানা যায়।