অর্থনৈতিক প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : ‘আইপিডিসি জয়ী’র উদ্যোগে সম্প্রতি, ‘অ্যাক্সেস টু ফাইন্যান্স: চ্যালেঞ্জেস অ্যান্ড সল্যুশনস ফর ওমেন এন্ট্রাপ্রেনিউর’ শীর্ষক নারী উদ্যোক্তা-ভিত্তিক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়। এ আয়োজনে নারী উদ্যোক্তাদের জন্য উদ্যোক্তা লোন গ্রহণের বিস্তারিত নিয়ামবলি সম্পর্কে অবগত করার পাশাপাশি, ব্যক্তি ও কর্মজীবনে ভারসাম্য বজায় রাখতে মানসিক স্বাস্থ্যের পরিচর্চার গুরুত্ব সম্পর্কে পরামর্শ প্রদান করা হয়।
সেশনটি পরিচালনা করেন মনের বন্ধু’র সিইও তৌহিদা শিরোপা এবং ডি-টেম্পেট’র সিইও মোহসেনা মুন্না। আয়োজনে অন্যান্যদের মধ্যে উপস্থিতি ছিলেন আইপিডিসি ফাইন্যান্স-এর অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর রিজওয়ান দাউদ সামস এবং বিডি-জবস ও ডেলিভারি টাইগার-এর সিইও ফাহিম মাশরুর।