অর্থনৈতিক প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : ঈদের মাত্র কয়েক দিন বাকি থাকতেই আগুনে পুড়লো রাজধানীর নিউ সুপার মার্কেট, বঙ্গবাজার ও উত্তরা বিজিবি মার্কেট। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বিকাশ এজেন্টদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বিকাশ।
আগুনে ক্ষতিগ্রস্ত এসব ব্যবসায়ীরা সাময়িকভাবে যাতে ঘুরে দাঁড়াতে পারেন সেই উদ্দেশ্যে তাদের পুড়ে যাওয়া দোকান পুনর্গঠনে সাহায্য করবে বিকাশ।
তাছাড়া, সারা বছরই বিকাশের কোটি গ্রাহকরা অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ পান। বিশেষ করে, বিপদের সময় ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াতে দ্রুত এগিয়ে আসেন। গ্রাহকরা বিকাশ অ্যাপের ‘ডোনেশন’ বাটনে গিয়ে তার পছন্দের দাতব্য প্রতিষ্ঠান নির্বাচন করে সাধ্যমতো যে কোনো পরিমাণ অর্থ ডোনেট করতে পারেন মানবতার সেবায়। বিকাশের এই প্ল্যাটফর্ম দাতা-গ্রহীতাদের সংযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।