কলকাতা থেকে মনোয়ার ইমাম: নেতাজি ভবন এ ঢুকতে দিলেন না বিজেপি নেতাদের। আজ ভারতের নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে ভারত এর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতার নেতাজি ভবন এসেছিলেন স্মরণ সভায়। সেখানে দেশরত্ন নেতাজি সুভাষ চন্দ্র বসুকে ফুলের মালা দিয়ে বরণ করে। সেই সময় ভারতের বিজেপি নেতা কৈলাস বিজয়বগী নেতাজি সুভাষচন্দ্র বসু ভবন প্রবেশ করতে চান। কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু পরিবারের সদস্যরা তাঁকে রিতী মেনে প্রবেশ করতে বাধা দেন। শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একলা নেতাজি, ভবন এ প্রবেশ করেন এবং নেতাজি সুভাষচন্দ্র বসু র মুর্তি তে মালা দেন। এবং নেতাজি ভবন ঘুরে দেখেন। নেতাজি সুভাষচন্দ্র বসু ব্যবহিত গাড়ি এবং নেতাজি সুভাষচন্দ্র বসু র আজাদ হিন্দ ফৌজের সেই পোশাক ও বেল্ট ও জাপানের দেওয়া পদক সব দেখেন। এবং নেতাজি সুভাষচন্দ্র বসু সঙ্গে জাতির জনক মাহাত্ম্য গান্ধী ছবি ও স্বাধীনতা আন্দোলনের বিভিন্ন সময়কার ছবি ঘুরে দেখেন। এবং নেতাজি সুভাষচন্দ্র বসু থাকার ঘর ও তার ব্যবহৃত জাপান সরকারের দেওয়া তোলয়ার টি দেখেন।তার সঙ্গে পুরো সময় টা কাটান সাবেক সংসদ ও নেতাজি সুভাষচন্দ্র বসু পরিবারের সদস্য শ্রী সুগত বসু ও তার ভাই সুমান্ত বসু। ঠিক সেই সময় বিজেপি নেতা কৈলাস বিজয়বগী সহ বিজেপি নেতা রা নেতাজি সুভাষচন্দ্র বসু র বাসভবনে ঢুকতে চায়। তখন তাদের কে নেতাজি ভবন ভিতরে ঢুকতে দিলেন না। নেতাজি সুভাষচন্দ্র বসু পরিবারের সদস্য সুগত বসু ও সুমান্ত বসু জানিয়েছেন এই ভবনে একমাত্র রাস্ট্র নায়ক হিসেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঢুকেছেন।এর আগে একই ভাবে ভারত এর প্রায়ত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও নরসিং রাও এবং সাবেক প্রধানমন্ত্রী ডাঃ মনমোহন সিং প্রবেশ করেছিলেন। কোন ভাবেই কোন রাজনৈতিক দলের নেতা ও কর্মীদের নেতাজি সুভাষচন্দ্র বসু ভবন প্রবেশ নিষেধ।অযথা বিজেপি নেতা ও কর্মীদের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।