প্রতিনিধি, চট্টগ্রাম : নয় বছরের শিশু মীম ধর্ষণ ও হত্যা মামলায় আটজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সকালে চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-৪ এর বিচারক মো. জামিউল হায়দার এই আদেশ দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আটজনের মধ্যে একজন পলাতক।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এর স্পেশাল পিপি অ্যাডভোকেট এম এ নাসের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, ২০১৮ সালের ২১ জানুয়ারি নগরীর আকবর শাহ এলাকায় বাসার পাশে খেলতে যাওয়া নয় বছরের শিশু ফাতেমা আক্তার মীমকে ধর্ষণ করে হত্যা করা হয়। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় ৮ জনকে অভিযুক্ত করে ৯ অক্টোবর ২০১৮ তারিখে আদালতে চার্জশিট জমা দেয়। ১৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আজ চার্জশিটভুক্ত আটজনকেই মৃত্যুদণ্ড দেন আদালত। এর মধ্যে সাতজনই গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নিহত মীমের বাবা মা।