লিহাজ উদ্দিন,পঞ্চগড় : পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবার পুনর্বাসনে প্রধানমন্ত্রীর দেয়া উপহারের ঘর পরিদর্শন সহ উপকারভোগী পরিবারদের মাঝে খাদ্য সামগ্রীর প্যাকেজ বিতরণ করলেন জেলা প্রশাসক মোঃ জহুরুল ইসলাম ও পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী।
আজ শনিবার (১৭ জুলাই) দুপুরে উপজেলার ধামোর ইউনিয়নের শিকটিহারী এলাকার আশ্রয়ন-২ প্রকল্পের বরাদ্দকৃত ‘ক’ শ্রেণির নতুন ঘর পরিদর্শন শেষে উপকারভোগীদের মাঝে খাদ্য সমাগ্রীর প্যাকেজ( চাল,ডাল, লবন, আলু ও সোয়াবিন তেল) বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। পরে খাদ্য সামগ্রীর প্যাকেজ অন্যান্য উপকারভোগীদের বাড়ীতে পৌছে দেয়া হয়।
পরিদশর্ন ও বিতরণ অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান, অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন, মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, ধামোর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম দুলাল, বারঘাটি তদন্ত কেন্দ্রের ইনচার্জ রঞ্জু আহম্মেদ সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীগণ।
উপজেলা নির্বাহী অফিস সুত্রে প্রাপ্ত তথ্যমতে আটোয়ারী উপজেলায় ভূমিহীন ও গৃহহীন পরিবারদের প্রধানমন্ত্রীর উপহার হিসেবে তিন দফায় ১৯০ টি ঘর বরাদ্দ পাওয়া যায়। প্রথম দফায় ১ কোটি ১৯ লাখ ৭০ হাজার টাকা ব্যয়ে ৭০টি, দ্বিতীয় দফায় ১ কোটি ৩৩ লাখ টাকা ব্যয়ে ৭০টি এবং তৃতীয় দফায় ১কোটি টাকা ব্যয়ে ৫০টি ঘর নির্মিত হচ্ছে। এরমধ্যে ১৪৫টি ঘরের কাজ সম্পন্ন হয়েছে।বাকী ৪৫টি ঘরের কাজ চলমান রয়েছে। ভূমিহীন ও গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ১৯০টি ঘরের জন্য মোট বরাদ্দ ধরা হয়েছে ৩ কোটি ৫২ লাখ ৭০ হাজার টাকা।
পঞ্চগড়ে শিক্ষক দম্পতির বাড়িতে দুর্ধর্ষ চুরি
পঞ্চগড়ের আটোয়ারীতে টিনসেড ঘরের গ্রীলের আংটা ভেঙ্গে প্রায় নয় ভরি স্বর্ণালংকার সহ নগদ এগার লক্ষ টাকা চুরি হয়েছে। গতকাল শুক্রবার(১৭ জুলাই) দিবাগত গভীর রাতে উপজেলার ছোটদাপ গ্রামের শিক্ষক দম্পতির বাড়ীতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। সেনপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ ফাতেমা বেগম (বানু) জানান, রাতের খাবার খেয়ে তারা ঘুমিয়ে পড়েন।
সকাল প্রায় ৬টার সময় তাদের ছোট মেয়ের ঘুম ভাঙ্গলে ঘরের আসবাবপত্র এলোমেলো দেখতে পায় এবং আমাদের ঘুম ভাঙ্গায়। এব্যাপারে গৃহকর্তা পানিশাইল সিপাহীপাড়া দাখিল মাদ্রাসার সুপার ও নিকাহ্ রেজিষ্ট্রার মোঃ হাফিজুল ইসলাম জানান, ঘটনার পর তাৎক্ষনিকভাবে আটোয়ারী থানা পুলিশকে চুরির বিষয়টি মৌখিকভাবে অবগত করা হয়েছে। আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
আটোয়ারীতে গলায় ফাঁস দিয়ে শ্রমিকের মৃত্যূ
পঞ্চগড়ের আটোয়ারীতে গলায় পাঁস দিয়ে এক কৃষি শ্রমিকের মৃত্যূ হয়েছে। ঘটনাটি উপজেলার বড়দাপ এলাকায় ঘটেছে। ওই এলাকার জনৈক মৃত তফিল উদ্দিনের পুত্র তিন সন্তানের জনক মোঃ খলিলুর রহমান রাজু (৪৩) পরিবারের লোকজনের অগোচরে বাড়ির পূর্ব পাশের একটি কদম গাছের ডালে দড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে বলে পরিবার সূত্রে জানাগেছে। রাজু সাংসারিক অভাব অনটনের কারণে ঋণ গ্রস্থ ছিল। তাৎক্ষনিকভাবে আত্মহত্যার কারণ জানা না গেলেও পারিবারিকভাবে দাবী করা হয় তিনি ঋণ গ্রস্থ থাকায় এই পথ বেছে নিতে পারেন।