বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের উদ্যোগে শেরপুর জেলায় সকল তফসিলি ব্যাংকের মনোনীত কর্মকর্তারা অংশগ্রহণ কেরেন
অর্থনৈতিক প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এর উদ্যোগে ও সার্বিক তত্ত্বাবধানে শেরপুর জেলায় অবস্থিত সকল তফসিলি ব্যাংকের মনোনীত কর্মকর্তাদের অংশগ্রহণে মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা ১৫ই জুলাই, ২০২৩ তারিখে শেরপুর জেলাস্থ আলিশান রেস্টুরেন্ট এন্ড কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। লীড ব্যাংক হিসেবে প্রাইম ব্যাংক উক্ত প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে কর্মশালা উদ্বোধন করেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের মাননীয় অতিরিক্ত পরিচালক সৈয়দ কামরুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাইম ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এবং ক্যামেলকো মোঃ জিয়াউর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রাইম ব্যাংকের ডেপুটি ক্যামেলকো মোঃ ইকবাল হোসেন। রিসোর্স পার্সন হিসেবে উক্ত প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের যুগ্ম-পরিচালক আসাদুজ্জামান খান, মুস্তাফা নাজমুস শান্তনু এবং উপ-পরিচালক শাহালম কাজী।
শেরপুর জেলায় কর্মরত বিভিন্ন তফসিলি ব্যাংকের মোট ৬৬ জন কর্মকর্তা উক্ত প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে প্রাইম ব্যাংক শেরপুর এসএমই শাখার শাখা প্রধান শামসুল হক সকলের উদ্দেশ্যে ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে মুক্ত আলোচনা পর্ব এবং কুইজ প্রোগ্রাম পরিচালনা করা হয় এবং সকল প্রশিক্ষণার্থীকে সনদপত্র প্রদান করা হয়।