সংবাদদাতা, নাটোর: নাটোরের গুরুদাসপুরে প্রেমিকার সঙ্গে বিয়ে না দেওয়ায় পরিবারের ওপর অভিমান করে বিষ পান করে স্বাধীন ফকির (১৮) নামে এক কিশোর আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার মশিন্দা ইউনিয়নের রানীগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কিশোর ওই এলাকার শাজাহান মোল্লার ছেলে।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, রানীগ্রাম এলাকার একটি মেয়ের সাথে স্বাধীনের দীর্ঘদিন যাবৎ প্রেমের সম্পর্ক ছিল।
বুধবার সকালে বাবা মায়ের কাছে প্রেমিকাকে বিয়ে করা ও একটি স্মার্ট ফোনের দাবি করে।
নিম্নবিত্ত পরিবারের পক্ষে স্বাধীনের দাবিগুলো সাথে সাথে পূরণ করতে পারেনি তার বাবা-মা। না পাওয়ার অভিমানে বুধবার রাত আনুমানিক রাত সাড়ে ৯টার দিকে বিষ পান করে স্বাধীন। বিষ পান করার কিছুক্ষণ পরে পরিবারের লোকজন জানতে পেরে তাড়াহুড়া করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়।
বৃহস্পতিবার দুপুর পর্যন্ত স্বাধীনের চিকিৎসা চললেও হঠাৎ ঝাকুনি উঠে। উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে। অ্যাম্বুলেন্স যোগে রাজশাহী নেওয়ার পথে নয়াবাজার নামক এলাকায় পৌছালে অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যু বরণ করেন স্বাধীন। স্বাধীন এইসএসসি পরীক্ষার্থী ছিল।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মতিন জানান, মরদেহটি নাটোর মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে।