300X70
সোমবার , ১০ অক্টোবর ২০২২ | ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

ফরিদগঞ্জে ঈদে মিলাদুন্নবী উদযাপন

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
অক্টোবর ১০, ২০২২ ১২:৪৮ পূর্বাহ্ণ

ফরিদগঞ্জ প্রতিনিধি : ১২ রবিউল আউয়াল প্রিয় নবী রাসুল (সাঃ) এর দরার বুকে শুভ আগমন উপলক্ষে ফরিদগঞ্জে বিশাল সমাবেশ মোটর শোভাযাত্রা রেলি ও জশনে জুলুছ ফরিদগঞ্জ গাউছিয়া কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয়। সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু সাল্লাম।

এ উৎসবে অংশ নিতে ফরিদগঞ্জের প্রত্যন্ত অঞ্চল পাড়া-মহল্লা থেকে ব্যানার ফেস্টুন অটোরিকশা মাইক্রোবাস প্রাইভেটকার নিয়ে অংশ নেন। সকাল থেকে নবীর প্রেমিকেরা সুর আর ছন্দে ইয়ানাবি সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, তলা আল বাদরু আলাইনা, বালাগাল উলা বি কামালিহি, নূর নবীর আগমন শুভেচ্ছার স্বাগত এবং তৌহিদ ও রিসালাতের ধ্বনিতে মন মুগ্ধকর পরিবেশ হয়ে ওঠে রবিবার সকাল ৯ টা থেকে নবী প্রেমিকদের এক মিলনমেলা হয় ঈদে মিলাদুন্নবী (দঃ) সমাবেশ ও রেলীতে।

এদিকে আয়ােজক মোটর শোভাযাত্রা শুরুতে তিনি তার বক্তব্যে বলেন, আমরা নবী প্রেমিক সুন্নি মুসলমান। আজকে নবীর শানে এবং মুহব্বতে আমরা এখানে এসেছি রাসুল (দ.)-এর সুন্নতকে জিন্দা করতে। আমরা ইসলামের নামে জঙ্গিবাদ ও সন্ত্রাসী হানাহানি চাই না।

এ দেশ পীর-আউলিয়া-অলি আল্লাহর দেশ। এদেশের মুসলমান শান্তি-শৃঙ্খলা ধর্মীয় আদর্শে লালিত হয়ে পীর-মাশায়েখদের অনুসৃত পথে চলছে। তাঁদের উত্তরসূরীরা সুন্নিয়তের ঝাণ্ডা নিয়ে দেশ-দেশান্তরে দ্বীনের দাওয়াত পৌঁছে দিচ্ছেন।

এদেশে যত মত তত পথের লোকেরাই যার যার অবস্থান থেকে তাদের ধর্মীয় অনুভূতি পালন করবে। এতে কেউ যদি কারো প্রতি কটাক্ষ করে তার বিরুদ্ধে আমরা হুঁশিয়ার করে বলতে চাই, এদেশে ইসলাম আছে, ইসলাম থাকবে। পীর মাশায়েখ আছে। তাদের খানকা থাকবে, মসজিদ থাকবে। তালিম-তরবিয়ত থাকবে। তাদের আদর্শ থাকবে।

তিনি আরো বলেন, প্রিয় নবীজির (সা.) শুভাগমনে আল্লাহপাক ফেরেশতাদের নিয়ে ঊর্ধ্বাকাশে জুলুস করেছিলেন,যা কোরআন-হাদিসের আয়াত দ্বারা প্রমাণিত।

এ ছাড়াও এটি যুগ যুগ ধরে চলে আসছে, এ জুলুছ নতুন কিছু নয়। দিন দিন জুলুছে লোক সমাগম বাড়ছে, এটা নবীপ্রেমের বহিঃপ্রকাশ। রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলাদুন্নবী (সা.) উদ্‌যাপন করায় সরকার সহ দেশবাসীর প্রতি প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি আরাে বলেন, আজকের রেলী সমাবেশে প্রমাণ করে আমরা যারা এসেছি,সবাই নবী প্রেমিক। ইসলাম শান্তির ধর্ম। ইসলাম আমাদের মানবতা শিক্ষা দিয়েছে। সে মানবকল্যাণে আজকে সারাদেশে পীর-মাশায়েখরা এক দৃষ্টান্ত স্থাপন করেছেন। সে কারণেই আজ সারা বাংলাদেশের ন্যায় নবীপ্রেমিকারা ঐক্যবদ্ধ হয়েছেন।

ফরিদগঞ্জের পীর-মাশায়েখরা আছেন তারা আমাকে ও আমার মরহুম বাবা হক সাহেব কে দোয়া আসছেন। সেই সুবাদে আমার বাবা ১৯৮৮ সাল থেকে ফরিদগঞ্জে ঈদে মিলাদুন্নবী জশনে জুলুস পালন করে আসছিল এবং ফরিদগঞ্জ বাসীকে এবং উদ্বুদ্ধ করেছেন।

আমি আপনাদের কাছে চির কৃতজ্ঞ প্রতিবছর আমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য। আমি আমার পরিবার আপনাদের সকলের দোয়া চাই বাকি জীবনে নবী করীম সাল্লাল্লাহু আলাই সাল্লাম এর শানে দিবস গুলো সুন্দর ভাবে পালন করতে পারি।

আনন্দ মোটর শোভাযাত্রা আয়ােজক ঢাকা মহানগর গাউছিয়া কমিটির সভাপতি আব্দুল মালেক বুলবুলের নেতৃত্বে জশনে জুলুস এর একটি বিশাল রেলী বের হয়ে ফরিদগঞ্জ, পৌরসভা, কেরোয়া, গাজীপুর, ধানুয়া, নয়ারহাট চৌরাস্তা হয়ে ওনার নিজ মাদ্রাসা মাঠে গিয়ে শেষ হয় ।

জশনে জুলুসে ইয়ানাবি সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, তলা আল বাদরু আলাইনা, বালাগাল উলা বি কামালিহি, নূর নবীর আগমন শুভেচ্ছার স্বাগত, তৌহিদ ও রিসালাতের ধ্বনিতে ফরিদগঞ্জের গুরুত্বপূর্ণ সড়কে প্রদক্ষিণ করে সমাবেশ স্থলে এসে শেষ হয়।

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত
ব্রেকিং নিউজ :