ফরিদগঞ্জ প্রতিনিধি : চাঁদপুর ফরিদগঞ্জে তিন বছরের সাজা প্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হোসেনের নির্দেশে এ এস আই সবুজ ভূষন সিংহ ও ইকবাল হোসেন সঙ্গীয় ফোর্স সহ উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের পশ্চিম রুপসা এলাকায় অভিযান পরিচালনা করে সি আর মামলার তিন বছরের সাজাপ্রাপ্ত ৩৫ শত টাকা জরিমানা কৃত আসামি আনিছুর রহমানকে গ্রেফতার করেছে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হোসেন বলেন, তিন বছরের সাজাপ্রাপ্ত ও অর্থদন্ড এক আসামিকে গ্রেফতার করে আদালতে প্রেরন করা হয়ছে।