নিজস্ব প্রতিবেদক : ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের সদস্যগণ তুরস্কের উদ্ধারকাজ শেষ করে বাংলাদেশে প্রত্যাবর্তন করেছেন।
আজ মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে তাঁরা বাংলাদেশের সম্মিলিত উদ্ধারকারী দলের সাথে বিমানবাহিনীর বিশেষ বিমান সি-১৩০-এ করে দেশে ফেরেন।
তেজগাঁ বিমানবন্দরে তাঁদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম, এসজিপি, পিএসসি।
এ সময় কুর্মিটোলা ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তাও সেখানে উপস্থিত ছিলেন।