নিজস্ব প্রতিবেদক : পুরান ঢাকার বংশালে শীতার্তদের মাঝে ৭০০টি কম্বল বিতরণ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মো. কামরুল হাসান রিপন। সোমবার (২৫ জানুয়ারি) রাতে বংশালের নাজিরা বাজার এলাকায় এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শীতার্তদের মাঝে তিনি শীতবস্ত্র বিতরণ করেন।
এ সময় কামরুল হাসান রিপন বলেন, ‘আমি সব সময়ই সাধারণ মানুষের পাশে থাকতে চাই, তাদের জন্য কাজ করতে চাই। বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে মানুষের সেবা করছি। ভবিষ্যতে এই সেবার পরিমাণ বৃদ্ধি পাবে।’
অনুষ্ঠানে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আব্দুর রহমান, ধর্ম সম্পাদক মো. ইসমাইল হোসেন এবং ৩৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নাসির উল্লাহ ওয়ালিদ উপস্থিত ছিলেন।