নিজস্ব প্রতিবেদকঃ ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকায় সফররত ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁ। সোমবার (১১ সেপ্টেম্বর) সকালে শ্রদ্ধা জানানোর পর পরিদর্শন করেছেন বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর। কিছুক্ষণের মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সঙ্গে শীর্ষ বৈঠক করবেন ফ্রান্সের প্রেসিডেন্ট ।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ বাংলাদেশ সফরে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে।
রবিবার সন্ধ্যায় দুই দিনের সফরে ঢাকায় এসেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্রান্সের প্রেসিডেন্টকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৯৯০ সালে ফ্রাঁসোয়া মিতেরার পর ফ্রান্সের কোনো প্রেসিডেন্টের এটিই প্রথম ঢাকা সফর।
জি২০ শীর্ষ সম্মেলন উপলক্ষে তিনি গত শনিবার নয়াদিল্লি এসেছিলেন। সেখানেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়েছিল। জি২০ নেতাদের সঙ্গে তাঁরা বিভিন্ন বৈঠকে অংশ নেন। সফর শেষে আজ দুপুরে ফ্রান্সের প্রেসিডেন্টের ঢাকা ছাড়ার কথা রয়েছে।
বিমানবন্দরে ফ্রান্সের প্রেসিডেন্টকে বিদায় জানাবেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
ঢাকায় ফ্রান্স দূতাবাস বলেছে, ফ্রান্সের প্রেসিডেন্টের এই সফরের মধ্য দিয়ে দুই দেশের অংশীদারি আরো সুসংহত হবে। দ্রুত অগ্রগতির পথে থাকা বাংলাদেশের পাশে দাঁড়াতে ফ্রান্স অতীতের যেকোনো সময়ের চেয়ে এখন বেশি অঙ্গীকারবদ্ধ।
উল্লেখ্য, ফ্রান্সের সহযোগিতায় প্রথম স্যাটেলাইট উৎক্ষপণের পর বাংলাদেশ দ্বিতীয় স্যাটেলাইট তৈরির বিষয়ে রাশিয়ার সঙ্গে চুক্তি করেছে। সেটি আকারে বড় স্যাটেলাইট।