মাঠে মাঠে ডেস্ক : বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ কাবাডি দলকে আন্তরিক শুভেচছা ও অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এম পি। আজ এক অভিনন্দন বার্তায় বাংলাদেশ কাবাডি দলের সকল খেলোয়াড় , কোচ, কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান তিনি।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে দেশের মাটিতে প্রথমবারের মতো আয়োজিত বঙ্গবন্ধু কাপ কাবাডিতে বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ায় আমি আনন্দিত ও গর্বিত।
দেশের কাবাডির ইতিহাসে এ বিজয় এক অনন্য মাইলফলক। আমি আশা করি, ভবিষ্যতে ও বাংলাদেশ কাবাডি দল সাফল্যের এ অগ্রযাত্রা অব্যাহত রাখবে।
উল্লেখ্য, শুক্রবার শহীদ নুর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত তুমুল উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে বাংলাদেশ ৩৪-২৮ পয়েন্টে কেনিয়াকে হারিয়ে শিরোপা জিতে নেয়। পাঁচ দলের টুর্নামেন্টে বাংলাদেশ গ্রুপ পর্বে একে একে শ্রীলঙ্কা, নেপাল, পোল্যান্ড ও কেনিয়াকে হারিয়েছিল।