300X70
সোমবার , ২৪ মে ২০২১ | ৩১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

বজ্রপাতে দুই কিশোরীসহ ৪ জনের মৃত্যু

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মে ২৪, ২০২১ ৮:১৬ অপরাহ্ণ

প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ: লিচু কুড়াতে গিয়ে এক কিশোর, বিলে ধান মাড়াই করতে গিয়ে এক কৃষক, গোমস্তাপুর উপজেলায় আম কুড়াতে গিয়ে দুই কিশোরীর বজ্রপাতে মৃত্যু হয়েছে। আজ সোমবার (২৪ মে) দুপুর থেকে বিকেল পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন উপজেলায় এসব মৃত্যুর ঘটনা ঘটেছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মোযাফফর হোসেন ও গোমস্তাপুর থানার ওসি দিলিপ কুমার দাস এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের সাবানিয়া পাড়ার শরিফুল ইসলামের ছেলে আল আমিন (১২), নামো হড়মা গ্রামের এনামুল হকের ছেলে রবিউল ইসলাম (২৬), রহনপুর পৌরসভার হুজরাপুর গ্রামের বিপুলের মেয়ে খুশী (১৩) ও গোমস্তাপুর ইউনিয়নের অভিমান্যপুর গ্রামের নাজমুল হোসেনের মেয়ে শাহিদা খাতুন (১৩)।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি জানান, ঝড়ের সময় কিশোর আল আমিন বাড়ির পাশের লিচুর বাগানে লিচু কুড়াতে গিয়ে বজ্রপাতে আঘাতে ঘটনাস্থলে মারা যায়। চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার অনুপনগরের বিলে ধান মাড়াই করতে গিয়ে কৃষক রবিউল ইসলামের ঘটনাস্থলে মৃত্যু হয়।

গোমস্তাপুর থানার ওসি জানান, মৃত কিশোরীরা ঝড়ের সময় আম কুড়াতে বাগানে যায়। সেই সময় বজ্রপাতের আঘাতে তারা গুরতর আহত হয়। তাদের পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সর্বশেষ - খবর

ব্রেকিং নিউজ :