সাফায়েত উল্যাহ, বশেমুরবিপ্রবি : বশেমুরবিপ্রবি প্রথম আলো বন্ধুসভা’র বন্ধুরা কর্তৃক শুক্রবার(২৪ফেব্রুয়ারি) পাঠচক্র অনুষ্ঠিত হয়।
পাঠচক্রের আলোচ্য বিষয় ছিলো “পদ্মা নদীর মাঝি”(উপন্যাস -মানিক বন্দ্যোপাধ্যায়)।
পাঠাগার ও পাঠচক্র সম্পাদক সাদ আহমেদের আলোচনার মাধ্যমে সভা শুরু হয়।
তিনি বলেন, “পদ্মা নদী উপন্যাসে পদ্মার তীর সংলগ্ন কেতুপুর ও পার্শ্ববর্তী গ্রামের পদ্মার মাঝি ও জেলেদের বিশ্বস্ত জীবনালেখ্য চিত্রিত হয়েছে। পদ্মা বাংলাদেশের অন্যতম প্রধান নদী। এর ভাঙন প্রবণতা ও প্রলয়ংকরী স্বভাবের কারণে একে বলা হয় ‘কীর্তিনাশা’ বা রাক্ষুসী পদ্মা। এ নদীর তীরের নির্দিষ্ট কোন সীমারেখা নেই। শহর থেকে দূরে এ নদী এলাকার কয়েকটি গ্রামের দীন-দরিদ্র জেলে ও মাঝিদের জীবনচিত্র এতে অঙ্কিত হয়েছে। জেলেপাড়ার মাঝি ও জেলেদের জীবনের সুখ-দুঃখ, হাসি-কান্না, অভাব-অভিযোগ- যা কিনা প্রকৃতিগতভাবে সেই জীবনধারায় অবিচ্ছেদ্য অঙ্গ তা এখানে বিশ্বস্ততার সাথে চিত্রিত হয়েছে। তাদের প্রতিটি দিন কাটে দীনহীন অসহায় আর ক্ষুধা-দারিদ্র্যের সাথে লড়াই করে। দুবেলা দুমুঠো খেয়ে-পরে বেঁচে থাকাটাই যেন তাদের জীবনের পরম আরাধ্য।
কুবের, কপিলা ও হোসেন মিয়া ছাড়াও আরও কয়েকটি চরিত্র এই উপন্যাসে রয়েছে। যেমন- রাসু, ধনঞ্জয়, পীতম মাঝি, মালা, গণেষ, আমিনুদ্দি, রসুল, ফাতেমা প্রভৃতি চরিত্র। এ সব চরিত্রাবলিরর সমন্বয়ে এ উপন্যাসটিতে একটি সার্থক সমাজচিত্র অঙ্কনের কৃতিত্ব দেখিয়েছেন ঔপন্যাসিক মানিক বন্দ্যোপাধ্যায়।”
এরপর একে একে অন্য বন্ধুরা উক্ত উপন্যাসের বিভিন্ন দিক তুলে ধরেন।
আলোচনার শেষ পর্যায়ে সভাপতি মাহমুদুল হাসান সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করেন,পরবর্তী মাসের কর্মপরিকল্পনা নিয়ে বিশদভাবে আলোচনা করা হয়৷ চা চক্রের মধ্য দিয়ে আলোচনা শেষ হয়৷
উক্ত সভায় উপস্থিত ছিলেন সভাপতি মাহমুদুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক অনিক কুমার সাহা, আলাউল, সহ-সাংগঠনিক সম্পাদক তামান্না,প্রচার সম্পাদক সালমান সারওয়ার, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক সাদ আহমেদ,জেন্ডার সমতা বিষয়ক সম্পাদক জেরিন, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক ইমন হোসেন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক রাব্বুল,দপ্তর সম্পাদক ওয়াকিল, কার্যকরী সদস্য মোঃ সাফায়েত উল্যাহ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক সিনথিয়া সুমি এবং অন্যান্য বন্ধুরা।