প্রতিনিধি, নওগাঁ: কালের কণ্ঠ শুভসংঘ-এর উদ্যোগে নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলায় ২৫০ অতিদরিদ্র পরিবারকে খাদ্যসামগ্রী দিয়েছে । এছাড়া সকলের মাঝে মাস্ক বিতরণ ও করোনা সুরক্ষায় সচেতনামূলক কর্মসূচি পালন করা হয়।
আজ বৃহস্পতিবার (৫ আগস্ট) নিয়ামতপুর মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে স্বাস্থ্যবিধি মেনে বসুন্ধরা গ্রুপের সহায়তায় এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। জমিরুল বেগম নামের এক উপকারভােগী বলেন, ‘মােক থুইয়ে মাের স্বামী আবার বিয়া করিচে। মােক একন নিজের। খাওয়া নিজক জোগাল করা লাগে। মানসে যখন কাম করবা ডাকে তকন খাওয়া জোটে। একন তাে কেউ আর কামও দেয়না। তােমাঘরক অনেক ধন্যবাদ হাযাক ত্রান দেওয়ার জন্য। আল্লা তােমাঘরক সুস্থ থুক।’ হেমাদ উদ্দিন নামের এক উপকারভােগী বলেন, “তােরা মােক এলা সাহায্য দিলি। এলা চাল-ডাল মােক কেউ দেই নাই। আল্লায় তাের বসুন্ধরাক উন্নতি দিক। তােমাঘর ভালাে খাওয়া দিক। খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমে উপস্থিত হয়ে উপজেলা চেয়ারম্যান ফরিদ আহম্মেদ বলেন, আমাদের উপজেলায় অসহায় পরিবারকে খাদ্যসামগ্রী দেওয়ায় বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ জানাই। ভবিষ্যতেও আমরা আমাদের আপনাদের পাশে চাই। করােনাভাইরাসের মহামারিতে দেশব্যাপী আপনাদের এই উদ্যোগ প্রশংসনীয়। খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমে আরাে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়া মারিয়া পেরেরা, কালের কণ্ঠ শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, কালের কণ্ঠের নওগাঁ জেলা প্রতিনিধি ফরিদুল করিম, শুভসংঘের কেন্দ্রীয় কমিটির সদস্য শরীফ মাহদী আশরাফ জীবন, উপজেলা শাখার সভাপতি জামাল হােসেন, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টুয়েন্টিফোরের জেলা প্রতিনিধি বাবুল আখতার রানা, শুভসংঘের উত্তরা ইউনিভার্সিটির সাবেক সভাপতি আলমগীর হােসেন রনিসহ শাহজাহান সাজু, জাবেদ আলী, রফিকুল ইসলাম, আব্দুল মতিন, আয়নুক হক, ইমরান হােসেন, দেলােয়ার হােসেন।