নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিএমসিসিআই), মালয়েশিয়া ডিজিটাল ইকোনমি কর্পোরেশন (এমডিইসি) এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের মধ্যে ত্রি-পক্ষের সমঝোতা স্মারকের আওতায় আয়োজিত বাংলাদেশ-মালয়েশিয়ার দু’দেশের আইসিটি সংস্থাগুলির মধ্যে ভার্চুয়াল বি টু বি বৈঠক ১৯ এপ্রিল ২০২১ এ শুরু হয়েছে। আইসিটি সেক্টরে বিদ্যমান বিনিয়োগ বৃদ্ধি এবং নতুন বিনিয়োগের সুযোগ তৈরির আশায় ভার্চুয়াল ম্যাচমেকিং সভা ২৯ এপ্রিল ২০২১ পর্যন্ত চলবে। ভার্চুয়াল বি টু বি সভাগুলির প্রথম পর্বে ১৮ টি মালয়েশিয়ার আইসিটি সংস্থা এবং ৩৫ টি বাংলাদেশী সংস্থা ভার্চুয়াল ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম জুমকে কেন্দ্র করে স্বতন্ত্র ব্যবসায়ের ম্যাচমেকিং সভা করবে।
আয়োজক তিনটি ভবিষ্যতে এই জাতীয় সভার ব্যবস্থা চালিয়ে যেতে চলেছে। আয়োজকরা আইসিটি ব্যবসায়ের আগামী ধাপে যোগ দিতে আগ্রহী সংস্থাগুলি তাদের সুবিধাজনক সময়ে বিএমসিসিআই এবং বেসিসের সাথে যোগাযোগের জন্য অনুরোধ করেছেন।