নিজস্ব প্রতিবেদক : এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজ এর বিপক্ষে সিরিজ জয় করেছে বাংলাদেশ ক্রিকেট দল।
বাংলাদেশ ক্রিকেট দলের এ সাফল্যে বাংলাদেশ ক্রিকেট দলকে আন্তরিক শুভেচছা ও অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি।
এক অভিনন্দন বার্তায় প্রতিমন্ত্রী বাংলাদেশ ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচ কর্মকর্তা ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচছা ও শুভকামনা জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতেও জয়ের এ ধারা অব্যাহত থাকবে।