নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান বলেছেন, ‘ বাংলাদেশ নতুন উচ্চতায় আসীন হবে বিশ্ব দরবারে। অনেকে বলেন বাংলাদেশ শ্রীলংঙ্কা হবে। আমি দ্ব্যর্থহীনভাবে বলতে চাই- বাংলাদেশ শুধু বাংলাদেশই হবে। কারণ বাংলাদেশ ত্রিশলক্ষ শহিদের রক্তে ভেজা জাতীয় পতাকা আর রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’র গ্রন্থনায় রচিত। বাংলাদেশ আত্মমর্যাদার পদ্মাসেতুর গ্রন্থনায় রচিত।
বাংলাদেশ মিয়ানমারের লাখো শরণার্থীকে আশ্রয় দেয়ার গ্রন্থনায় রচিত। বাংলাদেশ শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের গ্রন্থনায় রচিত। এই বাংলাদেশ শুধু বাংলাদেশ হবে, সমুজ্জ্বল হবে। অর্থনীতির মুক্তির হবে। বিশে^র অনুকরণীয় মডেল হবে।’ গতকাল বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দিনাজপুর আদর্শ কলেজের সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে মুখ্য আলোচকের বক্তব্যে এসব কথা বলেন উপাচার্য ড. মশিউর রহমান।
শিক্ষার্থীদের আদর্শ মানুষ হওয়ার আহবান জানিয়ে দেশের প্রথিতযশা সমাজবিজ্ঞানী ড. মশিউর রহমান বলেন, ‘তোমরা মাদককে না বলবে। অন্যায়-অন্যায্যকে পরিহার করবে। সত্য, সুন্দর ও শুদ্ধতার পক্ষে থাকবে। দেশপ্রেম এবং মুক্তিযুদ্ধের পরীক্ষায় বিজয়ী হতে হবে। তোমরাই গড়বে বঙ্গবন্ধুর সুন্দর সোনার বাংলাদেশ। তোমরা হবে আগামী বিনির্মাণের প্রধান কারিগর। তোমাদের হাতেই সুউচ্চকিত হবে দেশের লাল-সবুজ পতাকা।’
সকলকে জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে দেশমাতৃকার জন্য কাজ করার আহবান জানিয়ে উপাচার্য বলেন, ‘স্বাধীনতা উত্তর বাংলাদেশ পুনর্গঠনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের রাষ্ট্রীয় চার মূলনীতি- সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও বাঙালি জাতীয়তাবাদের মতো পবিত্র স্তম্ভ দিয়েছিলেন।
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রতিষ্ঠার যে বিপ্লব করেছিল, সেই বিপ্লবের অভিপ্রায় ছিল প্রতিটি মানুষের মুক্তি, শোষণমুক্ত এক অবারিত মুক্ত অর্থনীতির সমাজ। সেই পথ বেয়ে মানবমুক্তির গান গেয়ে বঙ্গবন্ধু যে সোনালী বাংলাদেশ নির্মাণ করলেন। সংবিধানে চারটি পবিত্র ধারা গ্রোথিত করলেন।
১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতাকে সপরিবারে হত্যার মধ্যদিয়ে আমাদের চার মূলনীতিকে হত্যা এবং ধ্বংস করা হলো। বাঙালি জাতীয়তাবাদের বদলে প্রতিস্থাপিত হলো বাংলাদেশি জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতার বদলে ধর্মভিত্তিক রাজনীতি, গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়ে শুরু হলো সামরিক শাসন- অগণতান্ত্রিক পন্থা।’
বঙ্গবন্ধু সমাজতান্ত্রিক ভাবনায় যে দ্বিতীয় বিপ্লব করতে চাইলেন সেটি ছিল মানবমুক্তির প্রধান সোপান উল্লেখ করে উপাচার্য ড. মশিউর রহমান বলেন, ‘বঙ্গবন্ধু বিশ্বে এক নতুন অর্থনৈতিক ব্যবস্থা চালু করবার জন্য দ্বিতীয় বিপ্লব ঘোষণা করেছিলেন ১৯৭৫ সালের আগস্টে। যখন তিনি বললেন- আমি প্রচলিত সমাজ কাঠামো ভেঙে ফেলবো। নতুন সমাজ গড়বো। বঙ্গবন্ধু বাংলাকে প্রকৃত অর্থে সোনার বাংলা করবার জন্য নিজ হাতে দ্বিতীয় বিপ্লব কর্মসূচি ঘোষণা করলেন দুর্নীতিমুক্ত সমাজ গড়ার অভিপ্রায়ে।
আর সেই সময়ে আঘাত আসলো বাংলাদেশ রাষ্ট্রের উপরে। জাতির পিতাকে হত্যা করা হলো সপরিবারে। মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশকে হত্যা, বিপথে নেয়া। কিন্তু বঙ্গবন্ধু কন্যা বুকে পাথর বেঁধে শোককে শক্তিতে রূপান্তরিত করে যখন স্বদেশে প্রত্যাবর্তন করলেন। ৩২ নম্বরের বাড়িতে গিয়ে অঝরে কেঁদেছেন। কিন্তু পিতার বাড়িতে প্রবেশের অনুমতি পাননি কন্যা।’
বঙ্গবন্ধু কন্যার দীর্ঘ লড়াই সংগ্রামের কথা উল্লেখ করে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য বলেন, ‘নির্বাসিত গণতন্ত্র মুক্ত করার জন্য ভোট এবং ভাতের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে নামলেন বঙ্গবন্ধু কন্যা। সেই ভোট এবং ভাতের শ্লোগান ছিল যথার্থ শ্লোগান। এর মধ্য দিয়ে বঙ্গবন্ধু কন্যা ধাপে ধাপে গণতান্ত্রিক অভিযাত্রা এবং অর্থনৈতিক মুক্তির কাজ করলেন।
তিনি সামরিক শাসনের অবসান ঘটিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করলেন। সেই পথ বেয়ে তিনি ডিজিটাল বাংলাদেশের শ্লোগান দিলেন। সেটিও তিনি বাস্তবায়ন করলেন। এখন স্মার্ট বাংলাদেশের পথে আমরা। যে কয়টি শ্লোগান বঙ্গবন্ধু কন্যা দিয়েছেন। তার সবগুলো বাস্তবায়ন করেছেন।
মূলত প্রতিটা শ্লোগান নিয়েই কটাক্ষ হয়েছে। কিন্তু বঙ্গবন্ধু কন্যা প্রতিটি শ্লোগানকে শুধু বাস্তবতায় রূপ দেননি- প্রতিটি বাঙালির বুকে একটি আত্মসম্মান, আত্মপরিচয় অনুসন্ধানের দৃষ্টান্ত স্থাপন করেছেন। বিশ্বব্যাংক যখন বলল-পদ্মা সেতুতে অর্থায়ন করবে না। সাড়ে সাত কোটি বাঙালির শক্তিকে সঙ্গে নিয়ে যেমন বঙ্গবন্ধু বাংলাদেশ গড়েছেন। ঠিক তেমনিভাবে ১৬ কোটি মানুষের অধিকারকে সামনে নিয়ে আত্মমর্যাদার পদ্মাসেতু নির্মাণ করেছেন বঙ্গবন্ধু কন্যা। উদ্দেশ্য হচ্ছে প্রতিটি সন্তানের মধ্যে যেন বাঙালিত্ববোধ প্রবলভাবে তৈরি হয়। যেন মাথা উচু করে দাঁড়াতে শিখি আমরা।’
অনুষ্ঠানে দিনাজপুর আদর্শ কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ও জেলা প্রশাসক শাকিল আহমেদের সভাপতিত্বে সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও স্থানীয় সংসদ সদস্য মো. ইকবালুর রহিম, বিশেষ অতিথি ছিলেন দিনাজপুরের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জাকিয়া তাবাসসুম জুঁই, দিনাজপুর আদর্শ কলেজের অধ্যক্ষ ড. সৈয়দ রেদওয়ানুর রহমান প্রমুখ।