বিনোদন ডেস্ক: সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বাংলাদেশ বেতারের মহাপরিচালক আহম্মদ কামরুজ্জামান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বাংলাদেশ সময় শুক্রবার (২২ জুলাই) মাঝরাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এই তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মরহুমের স্টাফ অফিসার মাহমুদুন নবী।
কামরুজ্জামানের মৃত্যুতে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ গভীর শোক প্রকাশ এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে।
মাহমুদুন নবী বলেন, মহাপরিচালক মহোদয় বেশ কিছুদিন ধরেই পেনক্রিয়াস ক্যানসারে আক্রান্ত ছিলেন। গত ৪ জুলাই থেকে সিঙ্গাপুরে চিকিৎসা নিচ্ছিলেন।
প্রধান প্রকৌশলী হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত আহম্মদ কামরুজ্জামান গত ৭ ফেব্রুয়ারি বাংলাদেশ বেতারের মহাপরিচালক (গ্রেড-১) হিসেবে চলতি দায়িত্ব গ্রহণ করেন । এর আগে ১১ জানুয়ারি থেকে ৩০ ডিসেম্বর ২০২১ সাল পর্যন্ত একই দায়িত্ব পালন করেন।
আহম্মদ কামরুজ্জামান ১৯৮৭ সালে সপ্তম বিসিএসের মাধ্যমে তথ্য ক্যাডারে মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করে বাংলাদেশ বেতারে যোগদান করেন।