নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড দেশের কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) খাতের উদ্যোক্তাদের মেয়াদি বিনিয়োগের বিপরীতে পুনঃঅর্থায়ন সুবিধা দিতে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার এবং ডেপুটি গভর্নর আবু ফরাহ মোঃ নাছের এর উপস্থিতিতে ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা এবং বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের পরিচালক মোঃ জাকের হোসাইন চুক্তিতে স্বাক্ষর করেন।
ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মাহবুব আলমসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।